খুব শীঘ্রই WhatsApp চ্যাটে দেখা যেতে পারে একটি নতুন ফিচার: মোশন ফটো

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 27 মার্চ 2025 12:39 IST
হাইলাইট
  • iOS-এ WhatsApp ব্যবহারকারীরা মোশন ছবি লাইভ ছবি হিসেবে দেখতে পারবেন
  • কিছু অ্যানড্রয়েড স্মার্টফোন অডিও ও ভিডিওর সাথে মোশন ফটোগুলি ক্যাপচার ক
  • একইভাবে iOS-ডিভাইসগুলির মোশন ফটোগুলিকে ‘Live Photos’ নামে জানা যাবে

iOS-এ WhatsApp ব্যবহারকারীরা মোশন ছবি লাইভ ছবি হিসেবে দেখতে পারবেন

Photo Credit: Pexels/ Anton

একজন ফিচার ট্রাকারের শেয়ার করা তথ্য অনুযায়ী, WhatsApp চ্যাট এবং চ্যানেলগুলিতে মোশন ফটো শেয়ার করার সুবিধা চালু করা নিয়ে কাজ করছে। Meta-র এই মেসেজিং পরিষেবাটি খুব শীঘ্রই একটি ফিচার নিয়ে আসতে পারে যা ব্যবহারকারীদের ছবি তোলার সময় কিছু স্মার্টফোনের দ্বারা অডিও এবং ভিডিও রেকর্ড করার সাথে একটি সংক্ষিপ্ত ক্লিপ শেয়ার করার সুযোগ দেবে। অ্যানড্রয়েড স্মার্টফোনের জন্য অ্যাপে শেষ বিটা সংস্করনে ডেভেলপার অবস্থায় দেখা গিয়েছে, যেখানে আইফোন ব্যবহারকারীরা একইভাবে iOS-এর জন্য হোয়াটসঅ্যাপের লাইভ ফটো হিসেবে দেখতে পারে।

হোয়াটসঅ্যাপের মোশন ফটো পিকার বোতাম উন্নটিকরণের অবস্থায় দেখা গিয়েছে:

WABetaInfo অনুযায়ী, WhatsApp ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এবং চ্যানেলগুলির জন্য মোশন পিকচারগুলি শেয়ার করার সুবিধা যুক্ত করার উপর কাজ করছে। এটি প্রথম Android 2.25.8.12 আপডেটের জন্য WhatsApp Beta তে দেখা গিয়েছে, যেটি প্লে-স্টোরের মাধ্যমে Beta পরীক্ষকদের কাছে রোলআউট করা হয়েছে। যাইহোক এটি ডেভেলপার স্টেজে থাকার জন্য ব্যবহারকারীরা এখনই এটি ব্যবহার করতে পারবে না।

মোশন ফটো একটি ফিচার যা, অ্যানড্রয়েড স্মার্টফোনগুলির জন্য সমর্থিত এবং কিছু বাছাই করা ডিভাইসে ক্যামেরা অ্যাপের মাধ্যমে এটি ক্যাপচার করা যায়। মোশন ফটো তোলার সময় (অথবা পিক্সেল ফোনগুলিতে টপ শটের সময়) একটি স্থির ছবির সাথে হ্যান্ডসেটটি একটি ছোটো ভিডিও ক্লিপ অথবা কিছু অডিও রেকর্ড করতে পারবে। একইভাবে iOS-এর ক্ষেত্রে এই ফিচারটি ‘Live Photos'-হিসেবে জানা যাবে।

ফিচার ট্রাকারটি ফিচারটি সমর্থন করতে সক্ষম হয়েছিল, আসন্ন মিডিয়া পিকারের (সম্প্রতি বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ) একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে পপ-আপ কার্ডের উপরের ডান দিকের কোনে একটি নতুন আইকন দেখা যাচ্ছে, যেটি HD-বোতামের পরেই অবস্থিত।

যখন এটি চালু হবে, তখন ব্যবহারকারীরা তাদের অ্যানড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীদের মোশন ফটোগুলি শেয়ার করতে পারবে। এই ছবিগুলি বর্তমানে স্থির ইমেজ হিসেবে শেয়ার করা যাবে কিন্তু হোয়াটসঅ্যাপের আসন্ন সংস্করনটি ব্যবহারকারীদের এটি চ্যাট ও চ্যানেলের মাধ্যমে মোশন ফটো (iOS-এর জন্য লাইভ-ফটো) শেয়ার করার সুযোগ দেবে।

WABetaInfo-এর মতে শুধুমাত্র কিছু বাছাইকরা অ্যানড্রয়েড স্মার্টফোনের জন্য মোশন ফটো তোলার সমর্থন থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি অসমর্থিত হ্যান্ডসেটেও এটি দেখার সুযোগ দেবে। এরমানে হোয়াটসঅ্যাপ সম্ভবত সমস্ত অ্যানড্রয়েড ফোনগুলিতেই এই ইমেজগুলি দেখার সুবিধা দেবে, সেখানে iOS-ব্যবহারকারীরা এগুলি ‘Live-Photo' হিসেবে দেখতে পাবে।

অন্যান্য ফিচারগুলির মতো এগুলি বর্তমানে ডেভেলপার স্টেজে আছে, এখনও পর্যন্ত WhatsApp-এর পক্ষ থেকে জানানো হয়নি যে, পরীক্ষকদের জন্য কবে এটির রোলআউট করা হবে। যখন এটি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে, অ্যান্ড্রয়েডেতে বিটা পরীক্ষকদের জন্য এটি দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে স্টেবেল চ্যানেলে সমস্ত ব্যবহারকারীদের কাছে এটি রোলআউট করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Motion Photos, WhatsApp Beta
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Prime Day Sale 2025: মেগা সেলে ল্যাপটপে 65 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন
  2. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেল শুরু হল, অবিশ্বাস্য ছাড়ে Samsung-এর ফোন বিক্রি হচ্ছে
  3. 21,999 টাকার হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে Nothing, কীভাবে পাবেন জেনে নিন
  4. Vivo T4R 5G মধ্যবিত্তের বাজেটে লঞ্চ হচ্ছে, জলে ভিজলেও কিস্যু হবে না, দাম জেনে নিন
  5. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  6. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
  7. কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
  8. Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা
  9. Lenovo Yoga Tab Plus ভারতে 16GB র‍্যাম, 12 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  10. মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.