হোয়াটস অ্যাপ নিয়ে আসতে পারে একটি এক নতুন ফিচার। ফিচারটি ব্যাবহারকারীদের পছন্দ মতো ডিফল্ট থিম বাছাই করার সুযোগ দেবে। শোনা যাচ্ছে যে, এটি নিয়ে এখনো পর্যন্ত অনেক কাজ করা হচ্ছে। এমনকি হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীরা নিজের পছন্দমত চ্যাট থিম কাস্টোমাইজ করতে পারবে, তবে কবে এটি উপলব্ধ হবে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি
সম্প্রতি বিটা ভার্সানে নিজে থেকে মেসেজ ডিলিট করার ফিচার যোগ করেছিল WhatsApp। শুরুতে Android ফোনে এই ফিচার যোগ হয়েছিল। এবার আইওএস গ্রাহকদের ফোনের নতুন ফিচার এসে গেল।
মেসেজ ফরওয়ার্ড ইনফো নিয়ে এসেছে WhatsApp beta 2.19.87 আপডেট। এই ফিচারে যে কোন মেসেজ কত বার ফরওয়ার্ড করা হয়েছে তা জানা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করলেই এই তথ্য দেখতে পাবেন। এর সাথেই তডার্ক মোড যোগ হয়েছে।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক থাকলে তা জানিয়ে দেবে WhatsApp। রপ্রিন্ট ব্যবহার করে আনলক করতে চাইলে এরর মেসেজ দেখাবে এই মেসেজিং অ্যাপ। ইতিমধ্যেই iPhone এ এই ফিচার পৌঁছেছে। এবার Android বিটা ভার্সানে এই ফিচার পৌঁছাল।
বিল্ড নম্বর v2.19.45 এর হাত ধরে Android ফোনে পৌঁছেছে নতুন WhatsApp বিটা আপডেট। শীঘ্রই Play Store এর মাধ্যমে সব Android ফোনে নতুন WhatsApp স্টেম বেল আপডেটের মাধ্যমে একই ফিচার পৌঁছে যাবে।
নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp। আপাতত Android বিটা ভার্সন এ যোগ হয়েছে নতুন ফিচার। নতুন ফিচারে গ্রুপ চ্যাট এর মধ্যে মিডিয়া ফাইল এর মেনুতে পরিবর্তন এসেছে।