নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp
আবার নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp। আপাতত Android বিটা ভার্সন এ যোগ হয়েছে নতুন ফিচার। নতুন ফিচারে গ্রুপ চ্যাট এর মধ্যে মিডিয়া ফাইল এর মেনুতে পরিবর্তন এসেছে। এখন থেকে গ্রুপে কোন ছবি খুললে মেনু থেকে সরাসরি প্রোফাইল পিকচার অথবা গ্রুপ আইকন সেট করা যাবে। আপাতত বিটা ভার্সন এ এই ফিচার যোগ হলেও স্টেবল তা কবে পৌঁছাবে তা জানায়নি WhatsApp।
আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ
নিচে প্রকাশিত ছবিতে গ্রুপ চ্যাট এর মধ্যে ছবিতে নতুন মেনু তালিকা দেখতে পাবেন। সেখানেই যোগ হয়েছে একের পর এক নতুন ফিচার। গ্রুপে কোন ছবি খুললে মেনু থেকে সরাসরি প্রোফাইল পিকচার অথবা গ্রুপ আইকন সেট করা যাবে। এছাড়াও ছবিটির রোটেট করা যাবে।
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
আরও পড়ুন: নতুন ফিচারে Android ফোনে আরও সুরক্ষিত থাকবে WhatsApp চ্যাট
এই মেনুতে ‘Set As' অপশন সিলেক্ট করলে সেই ছবি কে সাথে সাথে নিজের প্রোফাইল পিকচার অথবা গ্রুপের আইকন অথবা চ্যাটের ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও রোটেট অপশনে ক্লিক করে ছবিটিকে ঘুরিয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর
এর সাথেই সম্প্রতি বিটা ভার্সনে 21 টি নতুন ইমোজি যোগ করেছিল WhatsApp। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল চ্যাট কে আরও সুরক্ষিত রাখতে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন চালু করতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন