সম্প্রতি Android অপারেটিং সিস্টেমে WhatsApp এ এসেছে নতুন বিটা আপডেট। এই আপডেটে ‘সেটিংস' মেনুতে কিছু পরিবর্তন দেখা গিয়েছে। যোগ হয়েছে একাধিক নতুন আইকন। বিল্ড নম্বর v2.19.45 এর হাত ধরে Android ফোনে পৌঁছেছে নতুন WhatsApp বিটা আপডেট। শীঘ্রই Play Store এর মাধ্যমে সব Android ফোনে নতুন WhatsApp স্টেবেল আপডেটের মাধ্যমে একই ফিচার পৌঁছে যাবে।
আরও পড়ুন: "ভারতের স্মার্টফোন বাজার ওলটপালট করে দেবে Redmi Note 7" মনু কুমার জৈন
এই প্রতিবেদন প্রকাশিত স্ক্রিনশট গুলিতে নতুন WhatsApp এর সেটিংস্ মেনুতে পরিবর্তনগুলি দেখানো হয়েছে। বাঁ দিকে নতুন মেনু ও ডান দিকে পুরনো দেখানো হয়েছে।
নেটওয়ার্ক ইউসেজ এর সাথেই সেটিংস মেনু তে অ্যাকাউন্ট বিভাগেও লেআউটে পরিবর্তন এসেছে। প্রত্যেকটি মেনুর পাশে যোগ হয়েছে নতুন আইকন।
টু স্টেপ ভেরিফিকেশন সেগমেন্ট আইকনে পরিবর্তন এসেছে।
এছাড়াও গোটা সেটিংস্ মেনুতে নতুন লেআউট দেখা যাবে। নতুন লে আউটে প্রত্যেকটি অপশনের নিচে সাব অপশনগুলি সেটিংস মেনু থেকেই দেখে নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন