ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা

প্রচুর প্রাপ্তবয়স্কদের ইউটিউব অ্যাকাউন্ট হঠাৎ করে ‘মাইনর অ্যাকাউন্ট’ বা কিশোরদের অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গিয়েছে।

ভিডিও আর দেখা যাচ্ছে না, YouTube-এর নতুন নিয়মের গেরোয় ভুক্তভোগী ইউজাররা

Photo Credit: Unsplash/Christian Wiediger

YouTube কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে সীমাবদ্ধতা আরোপ করছে

হাইলাইট
  • YouTube এআই দিয়ে বয়স যাচাইয়ের পদ্ধতি ব্যাপকভাবে চালু করছে
  • এটি অ্যাকাউন্টের কার্যকলাপ বিশ্লেষণ করে বয়স নির্ধারণ করে
  • অ্যাকাউন্ট ফ্ল্যাগ হলে ম্যানুয়ালি বয়স যাচাই করতে হবে
বিজ্ঞাপন

সকাল হোক বা রাত যেসব ভিডিয়ো YouTube অ্যাপে সার্চ করলেই সামনে চলে আসত, এখন আর সেগুলো খোলা যাচ্ছে না। এমনকি ভিডিয়ো আপলোড করলেও সেটা স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে না নিজের পছন্দমতো বিজ্ঞাপনও। এমন সমস্যার সম্মুখীন হলে শুধু আপনি নন, প্রচুর ব্যবহারকারীর অ্যাকাউন্টে পরিবর্তন আনা হচ্ছে। আসলে YouTube-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে যেসব ভিডিয়ো আপলোড করা থাকে, সেগুলো কিন্তু সব বয়সের দেখার জন্য উপযুক্ত নয়। স্মার্টফোন সহজলভ্য হওয়ার কারণে প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ভিডিয়োও এখন কিশোর-কিশোরীদের হাতে চলে যাচ্ছে। ভিডিওর বিষয়বস্তু বা দৃশ্য অনেক ক্ষেত্রেই তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বৃদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর বয়স যাচাই করার প্রদ্ধতি আরও ব্যাপকভাবে চালু করছে ইউটিউব। এই প্রযুক্তি একটি কাস্টম এআই মডেল ব্যবহার করে ব্যবহারকারীর ইউটিউব ভিডিও দেখার ইতিহাস এবং অ্যাকাউন্টের বয়স বিশ্লেষণ করে নির্ধারণ করে যে, সে অপ্রাপ্তবয়স্ক নাকি 18 বছরের উর্দ্ধে।

YouTube কমবয়সীদের অ্যাকাউন্টে পদক্ষেপ শুরু করল

ইউটিউব যদি কোনও ব্যবহারকারীকে অপ্রাপ্তবয়স্ক বলে চিহ্নিত করে, তাহলে সেই অ্যাকাউন্টে বেশ কয়েকটি বিধিনিষেধ যুক্ত করে। তবে ব্যবহারকারী চাইলে সরকারি পরিচয়পত্র, সেলফি বা ক্রেডিট কার্ড দিয়ে নিজের বয়স প্রমাণ করতে পারবে। যদি ইউটিউব মনে করে কোনও অ্যাকাউন্ট কিশোর-কিশোরীর, তবে কয়েকটি সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। প্রথমেই প্রাপ্তবয়স্কদের জন্য বানানো বয়সসীমা যুক্ত (age-restricted) ভিডিও দেখা যাবে না।

বিজ্ঞাপন আর ব্যক্তিগতকৃত বা পার্সোনোলাইজড থাকবে না৷ এছাড়াও, ভিডিও আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাবে৷ সহজ কথায়, ইউটিউব তাদের প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের ভিডিওগুলি 18 বছরের কম অর্থাৎ কিশোর-কিশোরীদের থেকে দূরে রাখতে চাইছে। ইউটিউবে AI-ভিত্তিক বয়স যাচাইয়ের পদ্ধতি আগস্টের মাঝামাঝি কার্যকর হলেও, বিগত কয়েকদিন ধরে প্রচুর প্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট হঠাৎ করে ‘মাইনর অ্যাকাউন্ট' বা কিশোরদের অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গিয়েছে।

প্রথমে 9to5Google এই বিষয়টি নজরে আনে। এরপর রেডিটের r/YouTube সাবরেডিটে একাধিক ইউজার অভিযোগ করেন যে, তারা ইউটিউবে একটি পপ-আপ বক্স দেখতে পেয়েছেন। সেই বক্সে লেখা ছিল, ইউটিউব তাদের অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করছে। কারণ কোম্পানি নিশ্চিত হতে পারেনি যে তারা প্রাপ্তবয়স্ক (18 বছরের বেশি)।

অর্থাৎ, যাদের বয়স যাচাই হয়নি বা ইউটিউব সন্দেহ করছে তারা হয়তো নাবালক, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই পরিবর্তন আনা হচ্ছে। ভিডিয়ো প্ল্যাটফর্মটি নিজেই স্বীকার করেছে যে, ব্যবহারকারীদের বয়স শনাক্ত করার ক্ষেত্রে সিস্টেম ভুল করতে পারে। যদি এটি ঘটে এবং কোনও অ্যাকাউন্ট ভুল করে নাবালক হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে ব্যবহারকারীদের সরকারি আইডি জমা দিয়ে, নিজের সেলফি আপলোড করে, অথবা ক্রেডিট কার্ডের বিবরণ যোগ করে বয়স যাচাই করতে হবে। তবে গুগলের এই নতুন নিয়মে তথ্যের গোপনীয়তার অধিকার ভঙ্গি হচ্ছে বলে অভিযোগ করছেন নেটিজেনরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  2. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  3. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  4. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
  5. পুজোর ছবি-ভিডিওতে ফোনে জায়গা শেষ? 2TB স্টোরেজ মাত্র 11 টাকায় দিচ্ছে Google
  6. Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!
  7. Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন
  8. iPad Pro M5: অতুলনীয় স্পিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে সর্বাধুনিক আইপ্যাড লঞ্চ করল Apple
  9. Oppo-র প্রথম 200MP ক্যামেরার ফোন শীঘ্রই ভারতে আসছে, লঞ্চ ডেট ও দাম ফাঁস হল
  10. দিওয়ালি সেলে 80,000 টাকার অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে Google-এর স্মার্টফোন!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »