OTT প্ল্যাটফর্ম JioCinema এবং Disney+Hotstar-এর সমন্বয়ে এসে গিয়েছে JioHotstar

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 17 ফেব্রুয়ারি 2025 15:13 IST
হাইলাইট
  • বিনামূল্যের স্তরে সম্ভবত বিজ্ঞাপন থাকতে পারে
  • বিনামূল্যের স্তরে সম্ভবত বিজ্ঞাপন থাকতে পারে
  • লঞ্চের সময় JioHotstar-এর 50 কোটি ব্যবহারকারী ছিল

বিদ্যমান JioCinema এবং Disney+ Hotstar গ্রাহকরা তাদের সদস্যতা স্থানান্তর করতে সক্ষম হবেন

Photo Credit: JioHotstar

JioHotstar একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বিগত শুক্রবার JioStar লঞ্চ করেছে, যা Disney+Hotstar এবং JioCinema মিলে একসাথে তৈরি করেছে। নতুন তৈরি হওয়া প্লাটফর্মটি উভয় ওভার-দ্য-টপ(OTT) প্ল্যাটফর্মগুলির সমস্ত কনটেন্টই লাইব্রেরিতে রাখবে। এই দুই মিলিত প্ল্যাটফর্ম গুলির শো এবং সিনেমার পাশাপাশি প্লাটফর্মটি বিভিন্ন আন্তর্জাতিক স্টুডিওর এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির কন্টেন্ট ও থাকবে। এছাড়াও JV স্ট্রিমিং পরিষেবার জন্য একটি ফ্রী টায়ার ঘোষণা করেছে। উল্লেখযোগ্য ভাবে বলা ভালো Viacom 18 এবং Star India-এর যৌথিকরণের সাফল্যের পর 2024-সালের নভেম্বর মাসে JioStar তৈরি হয়েছিল।

JioHotstar স্ট্রিমিং প্লাটফর্মটি লঞ্চ করা হয়েছে:

একটি সাংবাদিক বৈঠকে JioStar, তাদের JioHotstar লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে এবং নতুন প্ল্যাটফর্ম সম্বন্ধিত তথ্য শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে যে, নতুন প্লাটফর্মটি প্রায় 300,000-ঘণ্টার কনটেন্ট এবং লাইভ স্পোর্টসের কভারেজ নিয়ে এসেছে।

লঞ্চের সময় প্লাটফর্মটিতে দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে মোট 50 কোটিরও বেশি ব্যবহারকারী থাকবে বলে দাবি করা হয়েছে। যাইহোক তবে এই নম্বরে ডুপ্লিকেট অ্যাকাউন্টগুলি(ব্যবহারকারী যাদের জিওসিনেমা এবং হটস্টার উভয় অ্যাকাউন্টি আছে) বাদ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি এখনও অজানা। নতুন প্লাটফর্মটি একটি নতুন লোগো পেয়েছে। এটি সাতটি পয়েন্ট করা একটি অসমান তারা, যেটিতে JioHotstar একসাথে লেখা আছে।

JioHotstar বর্তমানে বিনামূল্যে কনটেন্টগুলি দেখার সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীদের শো, সিনেমা এবং লাইভ স্পোর্টসগুলি দেখার জন্য কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। যদিও এখনো পরিষ্কার নয় যে কিছু কন্টেন্ট পে-ওয়ালের পিছনে থাকবে কি না। JV আরো জানিয়েছে যে, যারা বাধাহীন এবং উন্নতমানের অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এখানে উপযুক্ত সাবস্ক্রিপশন প্ল্যান আছে। অর্থাৎ পেয়িং সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপন দেখতে পাবে না এবং তারা উচ্চ রেজোলিউশনে শো-গুলি চালাতে পারবে।

এবার সাবস্ক্রিপশনে আসা যাক, JioCinema এবং Disney+Hotstar-এর উপস্থিত সাবস্ক্রাইবাররা নিজে থেকেই নতুন প্ল্যাটফর্মে পরিবর্তিত হয়ে যাবে। কোম্পানি বলেছে এনারা যখন প্রথম লগ ইন করবে তখন তাদের JioHotstar সাবস্ক্রিপশনগুলিও সেটআপ করতে পারবে। নতুন সাবস্ক্রাইবাররা প্লাটফর্মটির নতুন প্ল্যান মাত্র 149 টাকার বিনিময়ে দেখতে পারবেন।

JioHotstar-এ 10টি ভারতীয় ভাষার বিভিন্ন কন্টেন্ট থাকবে। দর্শকরা সিনেমা, শো, অ্যানিমি, ডকুমেন্টারি, লাইভ স্পোর্ট-এর অনুষ্ঠান এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।কোম্পানি আরো বলেছে, এটিতে আন্তর্জাতিক প্রিমিয়ারগুলিও দেখা যাবে। এছাড়াও JioHotstar Disney, NBC ইউনিভার্সাল Peacock, Warner Bros, Discovery, HBO এবং Paramount-এর কনটেন্টগুলিও যুক্ত করেছে।

প্লাটফর্মটি ‘Sparks' নামে একটি অনুষ্ঠান শুরু করেছে, যেখানে ভারতের বড় বড় ডিজিটাল ক্রিয়েটররা নতুন নতুন ফরম্যাট নিয়ে আসবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JioHotstar, JioCinema, Disney Plus Hotstar, India
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  2. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
  3. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  4. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
  5. AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  6. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
  7. নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে
  8. Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য
  9. Motorola-এর অবিশ্বাস্য স্লিম ফোনের সেল অবশেষে শুরু হল, 50MP সেলফি ক্যামেরা রয়েছে, পাবেন বিশেষ ছাড়
  10. Realme সবচেয়ে কম দামে 144Hz রিফ্রেশ রেট ও 7000mAh ব্যাটারির ফোন কেনার সুযোগ আনল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.