OTT প্ল্যাটফর্ম JioCinema এবং Disney+Hotstar-এর সমন্বয়ে এসে গিয়েছে JioHotstar

JioHotstar ‘Sparks’-নামে একটি নতুন অনুষ্ঠানের শুরু করেছে

OTT প্ল্যাটফর্ম JioCinema এবং Disney+Hotstar-এর সমন্বয়ে এসে গিয়েছে JioHotstar

Photo Credit: JioHotstar

বিদ্যমান JioCinema এবং Disney+ Hotstar গ্রাহকরা তাদের সদস্যতা স্থানান্তর করতে সক্ষম হবেন

হাইলাইট
  • বিনামূল্যের স্তরে সম্ভবত বিজ্ঞাপন থাকতে পারে
  • বিনামূল্যের স্তরে সম্ভবত বিজ্ঞাপন থাকতে পারে
  • লঞ্চের সময় JioHotstar-এর 50 কোটি ব্যবহারকারী ছিল
বিজ্ঞাপন

JioHotstar একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বিগত শুক্রবার JioStar লঞ্চ করেছে, যা Disney+Hotstar এবং JioCinema মিলে একসাথে তৈরি করেছে। নতুন তৈরি হওয়া প্লাটফর্মটি উভয় ওভার-দ্য-টপ(OTT) প্ল্যাটফর্মগুলির সমস্ত কনটেন্টই লাইব্রেরিতে রাখবে। এই দুই মিলিত প্ল্যাটফর্ম গুলির শো এবং সিনেমার পাশাপাশি প্লাটফর্মটি বিভিন্ন আন্তর্জাতিক স্টুডিওর এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির কন্টেন্ট ও থাকবে। এছাড়াও JV স্ট্রিমিং পরিষেবার জন্য একটি ফ্রী টায়ার ঘোষণা করেছে। উল্লেখযোগ্য ভাবে বলা ভালো Viacom 18 এবং Star India-এর যৌথিকরণের সাফল্যের পর 2024-সালের নভেম্বর মাসে JioStar তৈরি হয়েছিল।

JioHotstar স্ট্রিমিং প্লাটফর্মটি লঞ্চ করা হয়েছে:

একটি সাংবাদিক বৈঠকে JioStar, তাদের JioHotstar লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে এবং নতুন প্ল্যাটফর্ম সম্বন্ধিত তথ্য শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে যে, নতুন প্লাটফর্মটি প্রায় 300,000-ঘণ্টার কনটেন্ট এবং লাইভ স্পোর্টসের কভারেজ নিয়ে এসেছে।

লঞ্চের সময় প্লাটফর্মটিতে দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে মোট 50 কোটিরও বেশি ব্যবহারকারী থাকবে বলে দাবি করা হয়েছে। যাইহোক তবে এই নম্বরে ডুপ্লিকেট অ্যাকাউন্টগুলি(ব্যবহারকারী যাদের জিওসিনেমা এবং হটস্টার উভয় অ্যাকাউন্টি আছে) বাদ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি এখনও অজানা। নতুন প্লাটফর্মটি একটি নতুন লোগো পেয়েছে। এটি সাতটি পয়েন্ট করা একটি অসমান তারা, যেটিতে JioHotstar একসাথে লেখা আছে।

JioHotstar বর্তমানে বিনামূল্যে কনটেন্টগুলি দেখার সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীদের শো, সিনেমা এবং লাইভ স্পোর্টসগুলি দেখার জন্য কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। যদিও এখনো পরিষ্কার নয় যে কিছু কন্টেন্ট পে-ওয়ালের পিছনে থাকবে কি না। JV আরো জানিয়েছে যে, যারা বাধাহীন এবং উন্নতমানের অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এখানে উপযুক্ত সাবস্ক্রিপশন প্ল্যান আছে। অর্থাৎ পেয়িং সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপন দেখতে পাবে না এবং তারা উচ্চ রেজোলিউশনে শো-গুলি চালাতে পারবে।

এবার সাবস্ক্রিপশনে আসা যাক, JioCinema এবং Disney+Hotstar-এর উপস্থিত সাবস্ক্রাইবাররা নিজে থেকেই নতুন প্ল্যাটফর্মে পরিবর্তিত হয়ে যাবে। কোম্পানি বলেছে এনারা যখন প্রথম লগ ইন করবে তখন তাদের JioHotstar সাবস্ক্রিপশনগুলিও সেটআপ করতে পারবে। নতুন সাবস্ক্রাইবাররা প্লাটফর্মটির নতুন প্ল্যান মাত্র 149 টাকার বিনিময়ে দেখতে পারবেন।

JioHotstar-এ 10টি ভারতীয় ভাষার বিভিন্ন কন্টেন্ট থাকবে। দর্শকরা সিনেমা, শো, অ্যানিমি, ডকুমেন্টারি, লাইভ স্পোর্ট-এর অনুষ্ঠান এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।কোম্পানি আরো বলেছে, এটিতে আন্তর্জাতিক প্রিমিয়ারগুলিও দেখা যাবে। এছাড়াও JioHotstar Disney, NBC ইউনিভার্সাল Peacock, Warner Bros, Discovery, HBO এবং Paramount-এর কনটেন্টগুলিও যুক্ত করেছে।

প্লাটফর্মটি ‘Sparks' নামে একটি অনুষ্ঠান শুরু করেছে, যেখানে ভারতের বড় বড় ডিজিটাল ক্রিয়েটররা নতুন নতুন ফরম্যাট নিয়ে আসবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দাঁত বলে দেবে আপনি কতদিন বাঁচবেন! জাপানের গবেষণায় চমকে দেওয়ার মতো দাবি
  2. iPhone 15: একলাফে 14,500 টাকা দাম কমল iPhone 15-এর, এমন বিপুল ছাড় কোথায়
  3. এক বছর রিচার্জ ভুলে যান, Airtel এর এই প্ল্যানে 365 দিন যত খুশি কলিং, দিনে 2GB ডেটা, ও ফ্রি OTT
  4. Motorola Signature স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, প্রিমিয়াম ক্যামেরার সাথে দুর্ধর্ষ ফিচার্স
  5. Flipkart Republic Day সেলে মহা ছাড়, 9,999 টাকায় নতুন ফোন, iPhone, Vivo, Motorola-তে বাম্পার অফার
  6. Google Pixel 10a: মিড-রেঞ্জে প্রিমিয়াম ফোন আনছে গুগল, ফেব্রুয়ারিতে লঞ্চের আগেই দাম ও ফিচার্স লিক
  7. Xiaomi 17 Max: শাওমির ইতিহাসে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আসছে, লঞ্চ কবে জেনে নিন
  8. Flipkart Republic Day Sale: বিশাল ছাড় ফ্লিপকার্টে, iPhone 16 প্রায় 23,000 টাকা সস্তায়
  9. Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে
  10. Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »