Photo Credit: JioHotstar
বিদ্যমান JioCinema এবং Disney+ Hotstar গ্রাহকরা তাদের সদস্যতা স্থানান্তর করতে সক্ষম হবেন
JioHotstar একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বিগত শুক্রবার JioStar লঞ্চ করেছে, যা Disney+Hotstar এবং JioCinema মিলে একসাথে তৈরি করেছে। নতুন তৈরি হওয়া প্লাটফর্মটি উভয় ওভার-দ্য-টপ(OTT) প্ল্যাটফর্মগুলির সমস্ত কনটেন্টই লাইব্রেরিতে রাখবে। এই দুই মিলিত প্ল্যাটফর্ম গুলির শো এবং সিনেমার পাশাপাশি প্লাটফর্মটি বিভিন্ন আন্তর্জাতিক স্টুডিওর এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির কন্টেন্ট ও থাকবে। এছাড়াও JV স্ট্রিমিং পরিষেবার জন্য একটি ফ্রী টায়ার ঘোষণা করেছে। উল্লেখযোগ্য ভাবে বলা ভালো Viacom 18 এবং Star India-এর যৌথিকরণের সাফল্যের পর 2024-সালের নভেম্বর মাসে JioStar তৈরি হয়েছিল।
একটি সাংবাদিক বৈঠকে JioStar, তাদের JioHotstar লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে এবং নতুন প্ল্যাটফর্ম সম্বন্ধিত তথ্য শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে যে, নতুন প্লাটফর্মটি প্রায় 300,000-ঘণ্টার কনটেন্ট এবং লাইভ স্পোর্টসের কভারেজ নিয়ে এসেছে।
লঞ্চের সময় প্লাটফর্মটিতে দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে মোট 50 কোটিরও বেশি ব্যবহারকারী থাকবে বলে দাবি করা হয়েছে। যাইহোক তবে এই নম্বরে ডুপ্লিকেট অ্যাকাউন্টগুলি(ব্যবহারকারী যাদের জিওসিনেমা এবং হটস্টার উভয় অ্যাকাউন্টি আছে) বাদ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি এখনও অজানা। নতুন প্লাটফর্মটি একটি নতুন লোগো পেয়েছে। এটি সাতটি পয়েন্ট করা একটি অসমান তারা, যেটিতে JioHotstar একসাথে লেখা আছে।
JioHotstar বর্তমানে বিনামূল্যে কনটেন্টগুলি দেখার সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীদের শো, সিনেমা এবং লাইভ স্পোর্টসগুলি দেখার জন্য কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। যদিও এখনো পরিষ্কার নয় যে কিছু কন্টেন্ট পে-ওয়ালের পিছনে থাকবে কি না। JV আরো জানিয়েছে যে, যারা বাধাহীন এবং উন্নতমানের অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এখানে উপযুক্ত সাবস্ক্রিপশন প্ল্যান আছে। অর্থাৎ পেয়িং সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপন দেখতে পাবে না এবং তারা উচ্চ রেজোলিউশনে শো-গুলি চালাতে পারবে।
এবার সাবস্ক্রিপশনে আসা যাক, JioCinema এবং Disney+Hotstar-এর উপস্থিত সাবস্ক্রাইবাররা নিজে থেকেই নতুন প্ল্যাটফর্মে পরিবর্তিত হয়ে যাবে। কোম্পানি বলেছে এনারা যখন প্রথম লগ ইন করবে তখন তাদের JioHotstar সাবস্ক্রিপশনগুলিও সেটআপ করতে পারবে। নতুন সাবস্ক্রাইবাররা প্লাটফর্মটির নতুন প্ল্যান মাত্র 149 টাকার বিনিময়ে দেখতে পারবেন।
JioHotstar-এ 10টি ভারতীয় ভাষার বিভিন্ন কন্টেন্ট থাকবে। দর্শকরা সিনেমা, শো, অ্যানিমি, ডকুমেন্টারি, লাইভ স্পোর্ট-এর অনুষ্ঠান এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।কোম্পানি আরো বলেছে, এটিতে আন্তর্জাতিক প্রিমিয়ারগুলিও দেখা যাবে। এছাড়াও JioHotstar Disney, NBC ইউনিভার্সাল Peacock, Warner Bros, Discovery, HBO এবং Paramount-এর কনটেন্টগুলিও যুক্ত করেছে।
প্লাটফর্মটি ‘Sparks' নামে একটি অনুষ্ঠান শুরু করেছে, যেখানে ভারতের বড় বড় ডিজিটাল ক্রিয়েটররা নতুন নতুন ফরম্যাট নিয়ে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন