13 অক্টোবর শুরু হচ্ছে ‘সেলিব্রেশন স্পেশাল' Amazon Great Indian Festival 2019 Sale। এই সেলে সস্তা হবে বিভিন্ন স্মার্টফোন। এছাড়াও সস্তা হবে ল্যাপটপ, হেডফোন, টিভি সহ অন্যান্য গ্যাজেট। 17 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট, নো-কস্ট ইএমআই আর পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়।
Flipkart Big Diwali Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
Amazon Great Indian Festival 2019 Sale সেলে 29,999 টাকায় পাওয়া যাবে OnePlus 7। 4,999 তাকায় পাওয়া যাবে Redmi 7A। 9,999 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy M30। OnePlus 7 Pro ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমে হচ্ছে 44,999 টাকা।
এই সেলে 44,999 টাকা থেকে পাওয়া যাবে iPhone XR বেস ভেরিয়েন্ট। 42,999 তাকা থেকে পাওয়া যাবে Samsung Galaxy Note 9। 8,999 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy M10s। এছাড়াও 1,000 টাকা সস্তা হচ্ছে Samsung Galaxy M30s।
কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন
13 অক্টোবর শুরু হওয়া সেলে 15,990 টাকায় পাওয়া যাবে Huawei's P30 Lite। 18,990 টাকায় পাওয়া যাবে Samsung Galaxy A50। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই সেলে নতুন ফোন কিনলে অতিরিক্ত 6,000 টাকা পর্যন্ত ছাড় দেবে Amazon।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন