কয়েকদিন আগেই এক ট্রিলিয়ান ডলার (প্রায় 71 লক্ষ কোটি টাকা) কোম্পানির তকমা পেয়ছিল Apple। এবার একই দলে নাম লেখালো ই-কমার্স জায়েন্ট Amazon। গত এক বছরে Amazon স্টকের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। রিটেল ও ক্লাউড কম্পিউটিং এ বিশাল সাফল্যের হাত ধরেই এই কাজ করেছে Amazon।
এই প্রতিবেদন লেখার সময় Amazon এর স্টকের দাম 2,039.51 মার্কিন ডলার। এই গতিতে যদি কোম্পানির স্টোকের দাম বাড়তে থাকবে তবে মার্কেট ভ্যালুয়েশানে শিঘ্রই Apple কে টপকে যাবে Amazon।
আগস্ট মাসেই প্রথম পাবলিক কোম্পানি হিসাবে এক ট্রিলিয়ান কোম্পানির তকমা পেয়েছিল Apple। এই কাজ করতে Apple এর সময় লেগেছে প্রায় 38 বছর। 2 অগাস্ট এক ট্রিলিয়ান গন্ডি টপকেছিল Apple। একই কাজ করতে Amazon এর সময় লাগল 21 বছর। এই দুই কোম্পানির প্রতিযোগিতা বাজারে ক্রেতাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
“Apple এর থেকে Amazon অনেক বেশি ডায়নামিক কোম্পানি। Amazon এর ক্লাউড কম্পিউটিং ব্যবসা কোম্পানিকে Apple এর থেকে এগিয়ে রাখবে।” বলে জানিইয়েছেন এক লগ্নিকারী।
1980 সালে প্রথম শেয়ার বাজারে এসেছিল Apple স্টক। 25 বছর পরে iPhone লঞ্চের পরে কোম্পানির শেয়ার ক্রমশ উর্ধমুখী হতে শুরু করে। অন্যদিকে 1997 সালে স্টক মার্কেটে জেফ বেজোসের Amazon ব্যবসা শুরু করে। 1997 সালের 15 মে প্রথম Amazon স্টক বিক্রি শুরু হয়েছিল।
2009 সালে 100 ডলারে পৌঁছায় এই স্টক। 2017 সালের 30 মে 1000 ডলার স্পর্শ করে Amazon স্টক। এর দশ মাস পরেই 30 অগাস্ট 2018 তে 2000 ডলারে পৌঁছে গিয়েছিল Amazon স্টক। গত এক বছরে 74.5 শতাংশ বেড়েছে কোম্পানির স্টকের মূল্য।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন