Photo Credit: Sinot
370 ফুট লম্বা পাঁচতলা এই জল যানে 14 জন অতিথি সফর করতে পারবেন
এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি বিল গেটস (Bill Gates)। সম্প্রতি এক বিলাসবহুল প্রমোদ তরী কিনেছেন Microsoft -এর সহ প্রতিষ্ঠাতা। তরল হাইড্রোজেনে চলবে এই জল যান। অর্থাৎ এই প্রমোদ তরী চললে ধোঁয়ার পরিবর্তে জল নির্গত হবে। প্রমোদ তরী চেপে ঘোরার অভ্যাস থাকলেও এতদিন বিল গেটসের নিজের জলযান ছিল না। 4,600 কোটি টাকার এই বিলাসবহুল প্রমোদ তরীতে চড়েই এবার ভ্রমণ করবেন গেটস।
আগে এই ধরনের তরল হাইড্রোজেনে চলা প্রমোদ তরী দেখা যায়নি।
370 ফুট লম্বা পাঁচতলা এই জল যানে 14 জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে 31 জন থাকতে পারবেন। থাকছে একটি জিম, যোগ স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও পুল। রবিবার ডেইলি মেলে এই খবর সামনে এসেছে।
Google Maps -কে বোকা বানিয়ে তৈরি হল 'নকল' ট্রাফিক জ্যাম! কীভাবে?
এই প্রমোদ তরীতে হাইড্রোজেন জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ে মিশ্রণ করে এই কাজ চলতে থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন