ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI

ChatGPT ব্যবহারকারীদের বয়স অনুমানের চেষ্টা করবে। কিছু ক্ষেত্রে প্রকৃত বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র দিতে হতে পারে।

ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI

Photo Credit: Reuters

চ্যাটজিপিটির সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে নতুন নিয়ম আসছে

হাইলাইট
  • ChatGPT বয়স-অনুমানকারী ব্যবস্থা চালু করছে
  • কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদেরও বয়স প্রমাণের জন্য ID দিতে হতে পারে
  • কমবয়সীদের চ্যাটবট ব্যবহারে নিয়ম আরও কড়া হচ্ছে
বিজ্ঞাপন

কিশোর-কিশোরীদের জন্য AI চ্যাটবট কতটা সুরক্ষিত? আমেরিকায় ষোলো বছর বয়সী অ্যাডাম রেইনের আত্মহত্যা সেই গুরুতর প্রশ্ন আরও একবার সামনে এনে হাজির করেছে। রেইনের অভিভাবকের অভিযোগ, ChatGPT তাদের সন্তানের আত্মহত্যার পদ্ধতি জানাতে সাহায্য করেছিল। এমনকি, সুইসাইড নোটের খসড়া লিখতেও নাকি সাহায্যের প্রস্তাব দিয়েছিল। OpenAI এবং সংস্থার সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চ্যাটজিপিটির সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন নিয়ম আসছে। চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বয়স অনুমানের চেষ্টা করবে। কিছু ক্ষেত্রে প্রকৃত বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র দিতে হতে পারে।

ChatGPT ব্যবহারকারীদের বয়স যাচাই করার ব্যবস্থা আনছে

স্যাম অল্টম্যান X (সাবেক টুইটার)-এ একটি লম্বা পোস্টের মাধ্যমে চ্যাটজিপিটি-তে আসা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, স্বাধীনতার থেকেও AI ব্যবহারে সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছেন তারা। ফলে অনভিপ্রেত ঘটনা কমানো যাবে। সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরে কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আরও কড়া নিয়ম আসবে। কমবয়সীরা কতক্ষণ এবং কীভাবে চ্যাটবট ব্যবহার করবে, তা অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে পারবে। 

অল্টম্যান পোস্টে লিখেছেন, আমাদেরকে 18 বছরের নিচের ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা করতে হবে। চ্যাটজিপিটি মূলত 13 বছর বা তার বেশি বয়সের ব্যবহারকারীদের জন্য তৈরি। আমরা একটি বয়স-অনুমানকারী ব্যবস্থা তৈরি করছি, যা ChatGPT কীভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর ভিত্তি করে ব্যবহারকারীদের বয়স অনুমান করবে। যদি কোনও সংশয় থাকে, আমরা সুরক্ষার খাতিরে তাদের জন্য চ্যাটবটের উত্তরে সীমাবদ্ধতা আনবো। অর্থাৎ তাদের জন্য চ্যাটবটের একটি আলাদা সংস্করণ থাকবে।

ChatGPT সংবেদনশীল আলোচনা এড়িয়ে চলবে

তিনি যোগ করেন, কিছু ক্ষেত্রে বা কিছু দেশে আমরা প্রাপ্তবয়স্ক (18 বা তার বেশি) ব্যবহারকারীদের কাছে প্রকৃত বয়স প্রমাণের জন্য পরিচয়পত্র চাইতেও পারি। আমরা জানি, এই নিয়মে গোপনীয়তার সঙ্গে কিছুটা সমঝোতা করতে হতে পারে। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। অল্টম্যান আরও বলেছেন, কিশোর-কিশোরীদের জন্য পরিষেবায় আলাদা নিয়ম প্রয়োগ করা হবে। কোনও সংবেদনশীল আলোচনায় চ্যাটজিপিটি অংশগ্রহণ করবে না। সহজ করে বললে, রোমান্টিক ধাঁচের আলোচনা এড়িয়ে চলবে।

আত্মহত্যা সম্পর্কিত আলোচনা, এমনকি এই নিয়ে সৃজনশীল লেখালেখির প্রশ্নেও পাশ কাটিয়ে যাবে চ্যাটজিপিটি। 18 বছরের কমবয়সীরা আত্মহত্যার চিন্তা প্রকাশ করলে, তাৎক্ষণিকভাবে অভিভাবককে সতর্কবার্তা পাঠানো হবে। অভিভাবক না থাকলে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হবে। এই ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, তা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্যাম অল্টম্যান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi
  2. ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI
  3. Moto G36 সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে আসছে
  4. এই প্রথম ট্যাবে 7 বছর Android আপগ্রেড মিলবে, বড় চমক নিয়ে আসছে Samsung Galaxy Tab A11 সিরিজ
  5. সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ
  6. Flipkart সেলে 8,799 টাকায় মিলবে দুর্দান্ত Poco 5G স্মার্টফোন, দেখে নিন সব অফার
  7. 6,500mAh ব্যাটারি, IP69 রেটিং সহ দেশে আসছে Vivo V60e 5G, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  8. iPhone 17 Pro Max-এর মতো ফিচার নিয়ে লঞ্চ হবে iQOO 15, চমক ব্যাটারি, প্রসেসরেও
  9. অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ! iPhone 17 সিরিজকে টেক্কা দিতে আসছে Xiaomi 17, 17 Pro ও 17 Pro Max
  10. iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, আজ ফোনে আসবে নতুন iOS 26 আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »