বিভিন্ন বাঁধা কাটিয়ে Starlink ভারতে চালু করতে চলেছে স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা

Starlink-এর ভারতের প্ল্যানটি বিশ্বের সবচেয়ে সস্তা প্ল্যান হতে চলেছে।

বিভিন্ন বাঁধা কাটিয়ে Starlink ভারতে চালু করতে চলেছে স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা

Photo Credit: Starlink

স্পেসএক্স একটি রিসিভার কিট অফার করে যা প্রত্যন্ত অঞ্চলেও স্টারলিংক স্যাটেলাইট সংযোগ সক্ষম করে

হাইলাইট
  • Starlink Leo স্যাটালাইট ব্যবহার করে স্যাটালাইট ইন্টারনেট পরিষেবা দিতে চ
  • রিপোর্ট অনুযায়ী, কোম্পানির প্লানগুলীর দাম ভারতে 850 টাকার নিচে হবে
  • ব্যবহারকারীরা প্রমোশনাল অফারগুলির সাথে অপরিসীম ডেটা প্রদান করবে
বিজ্ঞাপন

বিভিন্ন সমস্যা কাটিয়ে Starlink এবার খুব শীঘ্রই ভারতে তাদের স্যাটালাইট কমিউনিকেশন সার্ভিসটি চালু করতে চলেছে। লঞ্চের সময় এগিয়ে আসার সাথে সাথে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে,এটির প্ল্যানের দাম মাসিক $10 (প্রায় 850 টাকা) হতে পারে। বিজ্ঞাপনমূলক স্কিমগুলির অধীনে গ্রাহকদের প্রাথমিকভাবে অপরিসীম ডেটা অফার করা হতে পারে বলে জানানো হয়েছে। Elon Musk অধিনস্ত কোম্পানিটির লক্ষ্য হলো তাড়াতাড়ি 10 মিলিয়ন অর্থাৎ 1-কোটি ব্যবহারকারী বাড়ানো, যাতে উচ্চ স্পেকট্রামের খরচ ভালো করে চালানো সম্ভব হয়।ভারতে Starlink-এর প্ল্যান,চলতি মাসের শুরুতে, ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনের(DOT) পক্ষ থেকে Starlink তাদের স্যাটালাইট কমিউনিকেশন সার্ভিসটি ভারতে চালু করার অনুমতি পায়। Economic Times-এর একটি রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI) বলেছে যে, শহরের ব্যবহারকারীদের জন্য স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবাটির দাম প্রতি মাসে 500 টাকা হবে, যেটির দাম সাধারণ তারযুক্ত এবং তারবিহীন ব্রডব্যান্ড সংযোগ ব্যবস্থাগুলির থেকে বেশি হবে।

রিপোর্ট অনুযায়ী, ভারতে কমার্শিয়াল সার্ভিসটি চালানোর জন্য মোট আয়ের (Adjusted Gross Revenue এবং AGR) 4% অতিরিক্ত পে করতে হবে এবং প্রতি স্পেকট্রাম ব্লকের জন্য বছরে 3,500 টাকা এবং 8% লাইসেন্স ফি দিতে হবে। তবে এখনো এই সুপারিশগুলোকে সরকার অনুমতি দেয়নি।

উচ্চ লাইসেন্স ফি এবং অতিরিক্ত স্পেকট্রাম চার্জ থাকলেও Starlink বেশকিছু অন্যান্য স্যাট-কম কোম্পানিগুলির সাথে তাদের অংশীদারিত্ব করতে পারে,যেখানে তাদের পরিষেবার দাম তুলনামূলকভাবে কম হবে বলে আশা করা যাচ্ছে, যাতে তাদের অগ্রিম মূলধন সহ অন্যান্য খরচগুলির উপর সামঞ্জস্য বজায় রাখা যায়। বিজ্ঞাপনমূলক অফারগুলি অনুযায়ী কোম্পানির প্লানটির দাম মাসিক 850 টাকা হতে পারে, যেটিতে অপরিসীম ডেটার সুবিধা দেওয়া হবে। যদি এটি সত্যি হয়, তাহলে Starlink-এর ভারতের প্ল্যানটি বিশ্বের সবচেয়ে সস্তা প্ল্যান হতে চলেছে।

Starlink কি এবং এটির দাম কত?

Starlink একটি স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, যেটি বিলিয়নিয়ার Elon Musk-এর নিজস্ব কোম্পানি SpaceX তৈরি করেছে। এটি গ্রাহকদের স্যাটালাইট প্রযুক্তি ব্যবহার করে উচ্চ স্পিড সম্পন্ন এবং লো-লেটেনসি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রদান করে, যেটি অতি প্রত্যন্ত অঞ্চলেও উপলব্ধ হবে। কম্পানি পৃথিবী থেকে 550 কিমি উচ্চতায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম লো আর্থ অরবিট থেকে অথবা LEO উপগ্রহের নক্ষত্রপুঞ্জের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা প্রদান করে।

রেসিডেন্সিয়াল লাইট্ প্ল্যানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে Starlink এর স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিসর দাম মাসিক $80 ( প্রায় 6,800 টাকা), এটি অপরিসীম ডেটা প্রদান করে কিন্তু সেটি সময়সীমাতে সংযুক্ত আছে।যে সব গ্রাহকরা starlink-এর একটি অতিরিক্ত স্ট্যান্ডার্ড কিট কিনতে চান তারা এককালীন $ 349 (প্রায় 29,700 টাকা) বিনিময়ে তা কিনতে পারবেন।

Elon Musk অধিনস্ত এই কোম্পানিটি যে সমস্ত গ্রাহকরা বাইরে যাতায়াত করেন তাদের জন্য একটি রোমিং প্ল্যান এনেছে। Roam 50 প্ল্যানটি দাম $50 (প্রায় 4,200 টাকা) এবং এটি 59জিবি ডাটা অফার করে। Roam প্ল্যানটি চালানোর জন্য গ্রাহকের একটি Starlink Mini kit কিনতে হয়, যেটির দাম $299 (প্রায় 25,400 টাকা)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »