Starlink-এর ভারতের প্ল্যানটি বিশ্বের সবচেয়ে সস্তা প্ল্যান হতে চলেছে।
Photo Credit: Starlink
স্পেসএক্স একটি রিসিভার কিট অফার করে যা প্রত্যন্ত অঞ্চলেও স্টারলিংক স্যাটেলাইট সংযোগ সক্ষম করে
বিভিন্ন সমস্যা কাটিয়ে Starlink এবার খুব শীঘ্রই ভারতে তাদের স্যাটালাইট কমিউনিকেশন সার্ভিসটি চালু করতে চলেছে। লঞ্চের সময় এগিয়ে আসার সাথে সাথে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে,এটির প্ল্যানের দাম মাসিক $10 (প্রায় 850 টাকা) হতে পারে। বিজ্ঞাপনমূলক স্কিমগুলির অধীনে গ্রাহকদের প্রাথমিকভাবে অপরিসীম ডেটা অফার করা হতে পারে বলে জানানো হয়েছে। Elon Musk অধিনস্ত কোম্পানিটির লক্ষ্য হলো তাড়াতাড়ি 10 মিলিয়ন অর্থাৎ 1-কোটি ব্যবহারকারী বাড়ানো, যাতে উচ্চ স্পেকট্রামের খরচ ভালো করে চালানো সম্ভব হয়।ভারতে Starlink-এর প্ল্যান,চলতি মাসের শুরুতে, ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশনের(DOT) পক্ষ থেকে Starlink তাদের স্যাটালাইট কমিউনিকেশন সার্ভিসটি ভারতে চালু করার অনুমতি পায়। Economic Times-এর একটি রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI) বলেছে যে, শহরের ব্যবহারকারীদের জন্য স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবাটির দাম প্রতি মাসে 500 টাকা হবে, যেটির দাম সাধারণ তারযুক্ত এবং তারবিহীন ব্রডব্যান্ড সংযোগ ব্যবস্থাগুলির থেকে বেশি হবে।
রিপোর্ট অনুযায়ী, ভারতে কমার্শিয়াল সার্ভিসটি চালানোর জন্য মোট আয়ের (Adjusted Gross Revenue এবং AGR) 4% অতিরিক্ত পে করতে হবে এবং প্রতি স্পেকট্রাম ব্লকের জন্য বছরে 3,500 টাকা এবং 8% লাইসেন্স ফি দিতে হবে। তবে এখনো এই সুপারিশগুলোকে সরকার অনুমতি দেয়নি।
উচ্চ লাইসেন্স ফি এবং অতিরিক্ত স্পেকট্রাম চার্জ থাকলেও Starlink বেশকিছু অন্যান্য স্যাট-কম কোম্পানিগুলির সাথে তাদের অংশীদারিত্ব করতে পারে,যেখানে তাদের পরিষেবার দাম তুলনামূলকভাবে কম হবে বলে আশা করা যাচ্ছে, যাতে তাদের অগ্রিম মূলধন সহ অন্যান্য খরচগুলির উপর সামঞ্জস্য বজায় রাখা যায়। বিজ্ঞাপনমূলক অফারগুলি অনুযায়ী কোম্পানির প্লানটির দাম মাসিক 850 টাকা হতে পারে, যেটিতে অপরিসীম ডেটার সুবিধা দেওয়া হবে। যদি এটি সত্যি হয়, তাহলে Starlink-এর ভারতের প্ল্যানটি বিশ্বের সবচেয়ে সস্তা প্ল্যান হতে চলেছে।
Starlink একটি স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, যেটি বিলিয়নিয়ার Elon Musk-এর নিজস্ব কোম্পানি SpaceX তৈরি করেছে। এটি গ্রাহকদের স্যাটালাইট প্রযুক্তি ব্যবহার করে উচ্চ স্পিড সম্পন্ন এবং লো-লেটেনসি ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রদান করে, যেটি অতি প্রত্যন্ত অঞ্চলেও উপলব্ধ হবে। কম্পানি পৃথিবী থেকে 550 কিমি উচ্চতায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম লো আর্থ অরবিট থেকে অথবা LEO উপগ্রহের নক্ষত্রপুঞ্জের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা প্রদান করে।
রেসিডেন্সিয়াল লাইট্ প্ল্যানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে Starlink এর স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিসর দাম মাসিক $80 ( প্রায় 6,800 টাকা), এটি অপরিসীম ডেটা প্রদান করে কিন্তু সেটি সময়সীমাতে সংযুক্ত আছে।যে সব গ্রাহকরা starlink-এর একটি অতিরিক্ত স্ট্যান্ডার্ড কিট কিনতে চান তারা এককালীন $ 349 (প্রায় 29,700 টাকা) বিনিময়ে তা কিনতে পারবেন।
Elon Musk অধিনস্ত এই কোম্পানিটি যে সমস্ত গ্রাহকরা বাইরে যাতায়াত করেন তাদের জন্য একটি রোমিং প্ল্যান এনেছে। Roam 50 প্ল্যানটি দাম $50 (প্রায় 4,200 টাকা) এবং এটি 59জিবি ডাটা অফার করে। Roam প্ল্যানটি চালানোর জন্য গ্রাহকের একটি Starlink Mini kit কিনতে হয়, যেটির দাম $299 (প্রায় 25,400 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset