Photo Credit: Flipkart
Flipkart Flipstart Days সেলে ইলেকট্রনিক প্রোডাক্ট ও অ্যাকসেসারিজে 80 শতাংশ ছাড় পাওয়া যাবে
নতুন মাসের প্রথম দিনেই ধামাকা সেল নিয়ে আসছে Flipkart। বুধবার শুরু হচ্ছে 'Flipstart Days' সেল। 1-3 মে Flipkart এ এই সেল চলবে। এই সেলে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। অন্যদিকে 4 এপ্রিল থেকে শুরু হচ্ছে Amazon Summer Sale।
আরও পড়ুন: Amazon Summer Sale 2019: কোন ফোনে কত ডিসকাউন্ট?
ইলেকট্রনিক প্রোডাক্ট ও অ্যাকসেসারিজে 80 শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Flipkart। 1 মে মধ্যরাত থেকে এই সেল শুরু হবে।
ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়া এই সেলে নো-কস্ট ইএমআই এর সুবিধা নিয়ে এসেছে ই-কমার্স কোম্পানিটি। এছাড়াও থাকছে এক্সটেনডেট ওয়্যারিন্টি আর এক্সচেঞ্জ অফার।
এই সেলে JBL, Sony ও Boat হেডফোনে 70 শপ্তাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মাত্র 500 টাকায় পাওয়া যাবে পাওয়ারব্যাঙ্ক। মাত্র 99 টাকা থেকে বিভিন্ন মোবাইল অ্যাকসেসারিজ পাওয়া যাবে।
Flipstart Days সেল এ Acer, HP, Dell, Asus সহ সব জনপ্রিয় কোম্পানির ল্যাপটপে ছাড় মিলবে। মাত্র 13,990 টাকায় ল্যাপটপ পাওয়া যাবে এই সেলে। এছাড়াও স্মার্ট টিভিতে 75 শতাংশ পরযন্ত ছাড় পাওয়া যাবে। মাত্র 17,499 টাকায় 40 ইঞ্চি Thomsom স্মার্ট টিভি পাওয়া যাবে। টিভি ও ল্যাপটপে অতিরিক্ত 10 শতাংশ ছাড় দিচ্ছে Flipkart।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন