Photo Credit: Flipkart India
স্মার্টফোনে আবার নতুন সেল নিয়ে হাজির হল Flipkart। 4 – 7 মে পর্যন্ত এই সেলে সব জনপ্রিয় স্মার্টফোনে ছাড় দেবে এই ই-কমার্স পোর্টাল। Amazon Summer Sale এর সাথে প্রতিযোগিতায় এই অফার নিয়ে এসেছে Flipkart। স্মার্টফোনে ডিসকাউন্টের সাথে থাকছে ন-কস্ট ইএমাই আর এক্সচেঞ্জ অফার। নীচের ফোনগুলিতে থাকছে দুর্দান্ত ছাড়।
'Mobile Summer Carnival' সেলে Flipkart এ 59,900 টাকায় পাওয়া যাচ্ছে Apple iPhone XR 64GB। সাথে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 5,990 টাকা ছাড় পাবেন। অর্থাৎ 53,910 টাকায় এই ফোন কেনা যাবে। সাথে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে 17,450 টাকা পর্যন্ত ছাড়।
17,600 টাকা থেকে কমে 12,999 টাকায় পাওয়া যাচ্ছে Nokia 6.1 Plus। Nokia 5.1 Plus এর দাম 13,199 টাকা থেকে কমে 7,999 তাকায় এই ফোন পাওয়া যাচ্ছে।
10,990 টাকায় পাওয়া যাচ্ছে Realme 2 Pro এর 4GB RAM ভেরিয়েন্ট। এই ফোনের দাম 14,990 টাকা। 6GB RAM ভেরিয়েন্টে Realme 2 Pro কিনতে 11,950 টাকা খরচ হবে।
এই সেলে সস্তা হয়েছে একাধিক Honor স্মার্টফোন। 16,999 টাকা থেকে কমে মাত্র 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor Play। তবে এই ফোনের সাথে কোন এক্সচেঞ্জ অফার থাকছে না। 35,999 টাকার পরিবর্তে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 10।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন