সোমবারের ডুডলে দেশের সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছে গুগল।
13 এপ্রিলের গুগল ডুডল
মহামারীতে দিনরাত এক করে যাঁরা সেবা করছেন করোনা রোগীদের, সুস্থ করছেন বা সুস্থ রাখার চেষ্টা করছেন সবাইকে সেই সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এবার একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল। ডুডলে হার্ট ইমোজি দিয়ে। এভাবেই দেশের দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের সংস্থার কুর্নিশ। কারণ, সেবা ধর্মে দিক্ষীত এই মানুষগুলি কিন্তু নিজেদের প্রাণ সংশয়ের কথা একবারের জন্যেও এই সময়ে ভাবছেন না।
সোমবারের ডুডলে দেশের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছে গুগল। এছাড়াও সার্চ বারের নীচে লিঙ্কে ক্লিক করলে একটি ভিডিও ওপেন হবে। সেখানে সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইউটিউব।
যদিও নিঃস্বার্থ কাজ সত্ত্বেও, অনেক স্বাস্থ্যসেবা কর্মী ভাইরাসের বাহক হওয়ার অভিযোগে নির্যাতন ও সামাজিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এমন সময়ে গুগল একাধিক ডুডল বানিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মনোবল বাড়িয়ে তুলছে। নতুন ডুডলে গুগল মানব সমাজের হয়ে প্রশংসা ও সম্মান জানিয়েছে তাঁদের।
গুগল লিখেছে, "COVID-19 বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। আমরা তাই যাঁরা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদের নতুন রে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি।" এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাঁদের সম্মান জানাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Black Friday Sale 2025: Best Deals on Samsung Galaxy Z Fold 7, Galaxy A55, Galaxy M17 5G, and More Phones