চিনে Google সার্চ থেকে ম্যাপ, কোম্পানির সব সার্ভিস নিষিদ্ধ করেছে সেই দেশের সরকার। মঙ্গলবার কর্মীদের সাথে বৈঠকে কোম্পানির চিফ এক্সিকিউটিভ বলেন অদূর ভবিষ্যতে চিনের জন্য আলাদা সার্চ ইঞ্জিন তৈরী করবে না Google। রয়টার্সে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এই প্রোজেক্টে সম্পর্কে কোম্পানির মনোভাব আরও স্পষ্ট করে জানতে চাইছেন কোম্পানির কর্মীরা।
কোম্পানির চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই কর্মীদের বলেন আপাতত এই প্রজেক্ট একদম শুরুর দিকে থাকলেও কোম্পানির মনোভাবের সাথে তাল মিললে তবেই বিশ্বের সবথেকে জনবহুল দেশে ব্যবসায় মনোযোগ দেবে Google।
চিনে সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার জন্য সার্চ রেজল্ট থেকে একাধিক ওয়েবসাইট ব্লক করতেও রাজি সার্চ ইঞ্জিন জায়েন্ট Google। রয়টার্সে রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।
পিচাই বলেন “চিনে কোম্পানি সার্চ ইঞ্জিন লঞ্চ করবে কী না তা নিয়ে কোন সঠিকভাবে জানানো সম্ভব নয়। এই মুহুর্তে আমাদের কর্মীরা বিভিন্ন অপশান খতিয়ে দেখছেন।”
আর এই পরিস্থিতিতে কোম্পানি ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানিকে তা পরিস্কার করে জানানোর জন্য দাবি তুলেছেন কয়েকশো Google কর্মী।
কয়েকদিন আগেই কর্মীদের মধ্যে অসন্তোস তৈরী হওয়ার কারনে মার্কিন সেনার সাথে দ্রোন চুক্তি নবীকরণ বাতিল করেছিল সিলিকন ভ্যালির জায়েন্ট। একইভাবে এই বারও কর্মীরা Dragonfly ডাকনামের এই প্রোজেক্ট সম্পর্কে কোম্পানির মনোভাব স্পষ্ট করে জানানোর জন্য দাবি তুলেছেন।
মঙ্গলবার এই খবর প্রথম সামনে এনেছিল নিউ ইয়র্ক টাইমস। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে Google।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন