ভারতে লঞ্চ হল Dell Latitude 9510। এটাই ভারতে কোম্পানির লেটেস্ট বিজনেস ল্যাপটপ। চলতি বছর জানুয়ারিতে বিশ্ব বাজারে এই ল্যাপটপ নিয়ে এসেছিল মার্কিন কোম্পানিটি। ভারতে Dell Latitude 9510-এর দাম 1,49,000 টাকা। কোম্পানির ওয়েবসাইটে আগ্রহ জানিয়ে এই ল্যাপটপ কেনা যাবে।
Dell Latitude 9510'র ওজন 1.4 কিলোগ্রাম। এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। থাকছে অ্যালুমিনিয়াম বডি। টু-ইন-ওয়ান এই ল্যাপটপে রয়েছে টাচ প্যানেল। এই ল্যাপটপে Intel Cote i7 প্রসেসর দিয়েছে Dell। সঙ্গে রয়েছে 16GB RAM ও 1TB PCIe NVMe SSD।
কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে রয়েছে দুটু USB Type-C Thunderbolt পোর্ট, একটি USB Type-A (USB 3.2) ও মাইক্রো এসডি কার্ড রিডার। রয়েছে একটি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন