ভারতে একাধিক নতুন ল্যাপটপ ও ডেক্সটপ লঞ্চ করল মার্কিন কোম্পানি HP। ভারতে Elite সিরিজের ল্যাপটপ ও AIO সিরিজের ডেস্কটপ লঞ্চ করেছে HP। কোম্পানি জানিয়েছে এন্ড পয়েন্ট সিকিউরিটি কন্ট্রোলার, HP Sure Start Gen4 এবং HP Sure Run সহ HP Elite 1000 সিরিজের ল্যাপটপগুলি লঞ্চ করা হয়েছে।
1,49,900 টাকা থেকে HP EliteBook x360 1030 G3 এর দাম শুরু হচ্ছে। 1,79,900 টাকা থেকে HP Elite x2 1013 G3 এর দাম শুরু হবে। জুলাই মাস থেকে 1,59,900 টাকায় HP EliteBook 1050 G1 এর বিক্রি শুরু হবে। আর আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে 1,73,645 টাকা থেকে HP EliteOne 1000 AiO G2 বিক্রি শুরু হবে।
HP EliteBook x360 1030 G3 ল্যাপটপে প্রথম কোম্পানির সিওর রিকভার ফিচার ব্যবহার হয়েছে। এই ফিচারে সফটওয়্যার সিস্টেমের একটি ইমেজ ল্যাপটপে পৃথক মেমোরিতে স্টর থাকে। কোন ভাবে হার্ড ডিস্ক থেকে কোন ডাতা ডিলিট হয়ে গেলে নেটওয়ার্ক কানেকশান না থাকলেও এই মেমোরি থেকে সেই ডাটা রিকভার করা যাবে। এমনকি হার্ড ডিস্ক ক্র্যাশ করলেও সেই ডাটা ফেরত পাওয়া সম্ভব।
অন্যদিকে HP Elite x2 1013 G3 ল্যাপটপের 12 ইঞ্চি চ্যাসিসে একটি 13 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এটি বিশ্বের সবথেকে ছোট বিজনেস ডিটাচেবেল ল্যাপটপ। HP Elite x2 1013 G3 ল্যাপটপে Intel Quad Core vPro প্রসেসার ব্যবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে বিশেষ করে রাস্তা ঘাটে যে সব গ্রাহক কাজ করেন তাঁদের কথা মাথায় রেখে এই ল্যাপটপ ডিজাইন করা হয়েছে।
HP EliteBook 1050 G1 এ Nvidia GeForce GTX 1050 গ্রাফিক্স কার্ড ব্যুবহার করা হয়েছে। এর সাথেই থাকবে 4GB SSD। এক বিবৃতিতে একই কথা জানিয়েছে মার্কিন যুক্ততাষ্ট্রের কোম্পানিটি। HP জানিয়েছে HP EliteBook 1050 G1 ল্যাপটপে 16 ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে। HP EliteOne 1000 AiO G2 ল্যাপটপটি বিশ্বের প্রথম 34 ইঞ্চি কার্ভড বিজনেস ল্যাপটপ বলে দাবি করেছে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন