অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে নতুন জেনারেশানের তিনটি গ্রাফিক্স কার্ড লঞ্চ করল Nvidia। কোম্পানির ইতিহাসে এর আগে এতো বড় আপডেট হয়নি বলে জানিয়েছে কোম্পানি। 2018 Gamescom ইভেন্টে নতুন Nvidia GeForce RTX 2080 Ti, GeForce RTX 2080 আর GeForce RTX 2070 গ্রাফিক্স কার্ডগুলি সামনে নিয়ে এসেছেন কোম্পানির সিইও জেন-সান হুয়াং।
টুতিং ছদ্মনামের নতুন আর্কিটেকচারে ভর করে নতুন এই গ্রাফিক্স কার্ড বানিয়েছে Nvidia। এই গ্রাফিক্স কার্ডে থাকবে রিয়েল টাইম রে ট্রেসিং টেকনোলজি। আগের থেনারেশানের গ্রাফিক্স কার্ডের থেকে ছয় গুন শক্তিশালী নতুন এই গ্রাফিক্স কার্ডগুলি। হুয়াং জানিয়েছেন এই গ্রাফিক্স কার্ড ব্যবহার হরে বর্তমানের সব গেম ও ভবিষ্যতের একাধিক গেম 4K রেসোলিউশানে 60 fps রেটে খেলা সম্ভব।
GeForce RTX সিরিজের এই গ্রাফিক্স কার্ডগুলিতে নতুন RT কোর ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে এর মাধ্যমে রিয়েল টাইমে লাইট রে দিয়ে হার্ডওয়্যার অ্যাকসিলারেশান হবে। এর ফলেই Battlefield V, Metro: Exodus, আর Shadow of the Tomb Raider এর মতো হাই এন্ড গেমগুলি আরও ভালোভাবে খেলতে পারবেন গ্রাহক।
পার্টনার ব্র্যান্ড Zotac, MSI, Asus ইতিমধ্যেই এই GPU ব্যবহার করে গ্রাফিক্স কার্ড বানানো শুরু করেছে। থে GeForce RTX 2070 এর দাম 499 মার্কিন ডলার (প্রায় 34,800 টাকা)। GeForce RTX 2080 এর দাম 699 মার্কিন ডলার (48,800 টাকা)। আর হাই এন্ড GeForce RTX 2080 Ti এর দাম 999 মার্কিন ডলার (প্রায় 69,700 টাকা)।
ভারতে অনলাইন থেকে Zotac GeForce RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলি কেনা যাবে। 70,990 টাকা থেকে ব্লোয়ার স্টাইল কুলার সহ GeForce RTX 2080 পাওয়া যাবে। ট্রিপল ফ্যান ওভারক্লকড Amp এডিশান GeForce RTX 2080 Ti কিনতে খরচ হবে 1,09,990 টাকা। ইতিমধ্যেই Asus নতুন এই গ্রাফিক্স কার্ডের কথা ঘোষনা করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন