Photo Credit: Twitter/Redmi India
মঙ্গলবার ভারতে আসতে পারে Redmi -র প্রথম ল্যাপটপ। সোমবার ট্যুইটারে Redmi জানিয়েছে 11 ফেব্রুয়ারি দুপুর 12 টায় নতুন বিভাগের প্রোডাক্ট লঞ্চ হবে। 2019 সালে চিনে দুটি RedmiBook লঞ্চ হলেও এখনও ভারতে আসেনি Redmi -র ল্যাপটপ। বিশেষজ্ঞরা বলছেন মঙ্গলবার RedmiBook লঞ্চ করে ভারতের ল্যাপটপ বাজারে প্রবেশ করতে চলেছে Xiaomi।
Redmi's new category launch on 11th Feb, 12 Noon! #MorePowerToRedmi
— Redmi India (@RedmiIndia) February 9, 2020
Any guesses? Let us know in the comments.
Get notified: https://t.co/Bf04XZbz4E pic.twitter.com/llQjEvTiMq
2019 সালের দ্বিতীয়ার্ধে চিনে দুটি ল্যাপটপ নিয়ে এসেছিল Redmi। এই ল্যাপটপ দুটি হল RedmiBook 13 ও RedmiBook 14। যদিও এর মধ্যে ভারতে কোন ল্যাপটপ লঞ্চ হবে জানা যায়নি।
জানুয়ারিতে ভারতে RedmiBook ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের খবর সামনে এসেছিল। গত বছর এপ্রিল মাসে এই ট্রেডমার্কের আবেদন জানিয়েছিল চিনের কোম্পানিটি। 2029 সালের এপ্রিল মাস পর্যন্ত RedmiBook ট্রেডমার্ক বৈধ থাকবে। এর পর থেকেই ভারতে Redmi ল্যাপটপ লঞ্চ ঘিরে শুরু হয়েছিল জল্পনা।
এটাই Mi 10! লঞ্চের আগে প্রকাশ্যে এল ছবি ও স্পেসিফিকেশন
সম্প্রতি চিনে 13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হল RedmiBook 13। মঙ্গলবার চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। এই ল্যাপটপে ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও গত বছর চিনে লঞ্চ হয়েছিল RedmiBook 14। এই ল্যাপটপে রয়েছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। এই ডিসপ্লেতে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ডিসপ্লের ব্রাইটনেস 250 নিটস। ল্যাপটপের সাথে 46W চার্জারে মাত্র 35 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ল্যাপটপের ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ হলে RedmiBook 14 Pro এ 10 ঘণ্টা ব্যাক আপ পাওয়া যাবে। থাকছে দুটি USB 3.0 পোর্ট, একটি USB 2.0 পোর্ট, একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক আর একটি HDMI পোর্ট। RedmiBook 14 Pro এর ওজন 1.5 কিলোগ্রাম। ল্যাপটপের আয়তন 323 x 228 x 17.95 মিলিমিটার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন