iPhone 12 সিরিজে লঞ্চ হবে চারটি নতুন স্মার্টফোন; সামনে এল বিভিন্ন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 জানুয়ারী 2020 09:23 IST
হাইলাইট
  • 2020 সালে চারটি iPhone লঞ্চ করবে Apple
  • দুটি ফোনে থাকবে 6GB RAM
  • অন্য দুই ফোনে 4GB RAM থাকবে

iPhone 11 সিরিজের ফোনে 4GB RAM ব্যবহার হয়েছিল

চলতি বছর চারটি নতুন iPhone লঞ্চ করতে পারে Apple। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চারটি নতুন ফোনের মধ্যে দুটি ফোনে 6GB RAM থাকবে। সম্ভবত iPhone 12 Pro আর iPhone 12 Pro Max ফোনে 6GB RAM ব্যবহার হতে পারে। যদিও অন্য দুই ফোনে 4GB RAM থাকবে। 2020 সালে 5G কানেক্টিভিটি সহ iPhone লঞ্চ করতে পারে Apple। থাকবে নতুন ক্যামেরা, তুলনামূলক ছোট নচ।

সম্প্রতি MacRumors ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চলতি বছর চারটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে দুটি iPhone-এ 6GB RAM থাকবে। একটি ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে। অন্য ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে। অন্য দুই iPhone-এ থাকবে 4GB RAM। এই দুই ফোনে 6.1 ইঞ্চি ও 5.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হবে। এক Apple বিশ্লেষক জানিয়েছেন চলতি বছর চারটি নতুন iPhone এই OLED ডিসপ্লে ব্যবহার হবে। এছাড়াও চারটি নতুন ফোনেই iPhone 11 সিরিজের থেকে বড় ব্যাটারি ব্যবহার হবে।

এছাড়াও শীঘ্রই বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Apple। সম্প্রতি iPhone SE 2 ফোনের একটি 360 ডিগ্রি রেন্ডার সামনে এসেছে। সেখানে সব দিক থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকছে iPhone 8 এর মতো ডিজাইন। ছবিতে নতুন iPhone SE 2 ফোনের পিছনে একটি ক্যামেরা দেখা গিয়েছে। ফেস Face ID এর পরিবর্তে নতুন বাজেট স্মার্টফোনে Touch ID ব্যবহার করেছে Apple। এই ফোনে থাকবে একটি 4.7 ইঞ্চ IPS ডিসপ্লে। অন্য এক রিপোর্ট থেকে জনা গিয়েছে iPhone SE2 এর পরিবর্তে iPhone 9 নামে লঞ্চ হতে পারে এই ফোন।

iPhone SE 2 এর পিছনে একটি মাত্র ক্যামেরা থাকবে। iPhone XR ফোনে একই ক্যামেরা ডিজাইন ব্যবহার হয়েছিল। ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে। ডিসপ্লের নীচে হোম বাটনে থাকবে Touch ID। নতুন বাজেট স্মার্টফোনে একটি 4.7 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করবে Apple।

iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ ব্যবহার হতে পারে। 2019 সালে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। iPhone SE 2 ফোনের ব্যাটারি ও ক্যামেরার স্পেসিফিকেশন জানা যায়নি। অনেকেই বলছেন iPhone 9 নামে এই ফোন লঞ্চ করতে পারে Apple।

আরও পড়ুন:

16GB RAM, 108MP ক্যামেরা নিয়ে আসছে Samsung Galaxy S20 Ultra

পপ-আপ সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Honor 9X

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart Diwali Sale 2025: মধ্যবিত্তরাও কিনতে পারবে, 4,000 টাকা ছাড় এই দুর্দান্ত 5G ফোনে
  2. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  3. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  4. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  5. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  6. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  7. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  8. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  9. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  10. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.