Alcatel V3 Ultra ফোনটিকে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে দেখা যাচ্ছে
Photo Credit: X/ Madhav Sheth
অ্যালকাটেল স্মার্টফোনগুলি ভারতে তৈরি হবে
Alcatel পুনরায় ভারতীয় স্মার্টফোনের বাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। বিগত তিন বছরের মধ্যে দেশের বাজারে তারা তাদের প্রথম ডিভাইস Alcatel V3 Ultra লঞ্চ করতে চলেছে। HTech এর মাধব শেঠ Alcatel ইন্ডিয়ায় সাথে সহযোগিতায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি রিটেল বাক্সের ছবি শেয়ার করে ডিভাইসের নাম এবং ডিজাইন নিশ্চিত করেছে। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পেতে পারে। এছাড়াও রিটেল বাক্সের সাথে একটি স্টাইলাশ আছে বলে জানানো হয়েছে।Alcatel V3 Ultra-নামটি নিশ্চিত করা হয়েছে,Alcatel ইন্ডিয়ার ফাউন্ডার এবং টেক এডভাইজার Madhav Sheth, X-এর মাধ্যমে একটি ছবি শেয়ার করেছে, যেখানে অঘোষিত হ্যান্ডসেটটির রিটেল বাক্সটিকে দেখা যাচ্ছে। বাক্সটি কালো রঙের এবং লেখাগুলি হলুদ রঙে লেখা আছে। আমরা একটি স্টাইলাস ইমেজ বাক্সটির উপর দেখতে পারছি। ক্যামেরাটিকে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে দেখা যাচ্ছে এবং ক্যামেরা সেন্সরগুলি LED ফ্ল্যাশলাইটের সাথে গোলাকার আইল্যান্ডে সজ্জিত হয়ে আছে।
ছবির ডান দিকে আলোচিত ফোনটির একটি নীল রঙের রিটেল বাক্স যুক্ত করা হয়েছে। যা দেখে অনুমান করা হচ্ছে যে ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে এবং ডিসপ্লের উপরের মধ্যের অংশে একটি হোল পাঞ্চ স্লট থাকতে পারে, যেখানে ফ্রন্ট ক্যামেরাটি থাকবে।
এছাড়াও Alcatel V3 Ultra ফোনটির লঞ্চের তারিখ, সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ আরো অনেক তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। যাইহোক মনে করা হচ্ছে, হ্যান্ডসেটটি এক্সক্লুসিভ ভাবে ভারতে লঞ্চ হতে পারে।
Alcatel নিশ্চিত করেছে যে তারা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতের বাজারে ফিরতে পারে।TCL কমিউনিকেশন দ্বারা পরিচালিত এই ব্র্যান্ডটি এদেশে অনেক গুলো প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে।
Alcatel-এর নতুন হ্যান্ডসেটটি ফ্লিপকার্টের মাধ্যমে থেকে বিক্রি করা হবে এবং দ্রুত ডেলিভারি করা হবে। ইতিমধ্যেই এই ওয়েবসাইটটিতে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে, যেখানে ই-কমার্স কোম্পানি এই নতুন হ্যান্ডসেটটির আসা নিয়ে টিজ করেছে। ফ্লিপকার্টের তালিকায় দেখা যাচ্ছে যে, Alcatel V3 Ultra ফোনটি TCL-এর Proprietary NXTPAPER ডিসপ্লে দ্বারা সজ্জিত হতে পারে।
Alcatel জানিয়েছে যে তাদের স্মার্টফোনগুলি সরকারের Make in India উদ্যেশ্যর সাথে এদেশের বাজারেই তৈরি করা হয়েছে। এটি সারা ভারত জুড়ে পরিষেবা কেন্দ্রের দ্বারা সহায়তা প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset