iPhone 17 লঞ্চের পর iPhone 16 Pro রেঞ্জ বন্ধ হয়েছে
Photo Credit: Apple
নেট দুনিয়ায় কান পাতলে এখন একটাই নাম শোনা যাচ্ছে, আর সেটা হল iPhone 17 সিরিজ। গতকাল Apple-এর Awe Droppng ইভেন্টে iPhone 17, iPhone Air, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max ভারত সহ বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। মার্কিন টেক জায়ান্টটি প্রতি বছর নতুন iPhone বাজারে আনার পর আগের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দেয়। আর চলতি বছরেও সেই রীতিতে কোনও বদল ঘটল না। iPhone 17 সিরিজ উন্মোচনের পর সংস্থার ওয়েবসাইট থেকে কিছু আইফোনের মডেল তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ, সেগুলি আর বাজারে পাওয়া যাবে না৷ তবে স্টক থাকা পর্যন্ত বিক্রি চলতে যারে।
Apple সাধারণত নতুন iPhone বাজারে আনার পর আগের মডেল বন্ধ করে দেয়। কারণ এই কৌশলে ক্রেতারা অপেক্ষাকৃত নতুন প্রযুক্তির আইফোনের দিকে আকৃষ্ট হয়। পুরনো মডেল চালু রাখলে যেমন খরচ বেড়ে যায়, তেমনই সেগুলি নতুন মডেলের বিক্রিতে থাবা বসাতে পারে। তাই সংস্থা আইফোনের কিছু মডেল রেখে দিয়ে বাকিগুলো ধাপে ধাপে বন্ধ করে দেয়। iPhone 17 সিরিজের আগমন ঘটতেই iPhone 16 Pro ও iPhone 15 মডেলগুলি বন্ধ হয়েছে।
বন্ধ করে দেওয়া মডেলগুলির মধ্যে রয়েছে iPhone 16 Pro, iPhone 16 Pro Max, iPhone 15, এবং iPhone 15 Plus। তবে iPhone 16, iPhone 16 Plus এবং iPhone 16e এখনও উপলব্ধ রাখা হয়েছে। iPhone 16 এর দাম কমে এখন 69,900 টাকায় এসে দাঁড়িয়েছে। অন্য দিকে, iPhone 16 Plus এর দাম কমে 79,900 টাকা থেকে শুরু হচ্ছে। নতুন আইফোনের আগমনের পর উভয় স্মার্টফোনের দাম 10,000 টাকা কমেছে।
জানিয়ে রাখি, এই বছর iPhone 16 Plus-এর উত্তরসূরী মডেল আসেনি। তার পরিবর্তে সম্পূর্ণ নতুন ডিজাইনের iPhone Air লঞ্চ হয়েছে। এটি অ্যাপলের এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। iPhone Air মাত্র 5.6 মিমি স্লিম এবং ওজন 165 গ্রাম। হ্যান্ডসেটটি 1,19,900 টাকায় (256 জিবি) ভারতে লঞ্চ হয়েছে। এছাড়াও, 512 জিবি এবং 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, যাদের দাম যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা।
স্ট্যান্ডার্ড iPhone 17-এর 256 জিবি ও 512 জিবি স্টোরেজের দাম ভারতে যথাক্রমে 82,900 টাকা ও 1,02,900 টাকা রাখা হয়েছে। iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেল দু'টির দাম যথাক্রমে 1,34,900 টাকা ও 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে। নতুন আইফোন মডেলগুলির অগ্রিম অর্ডার সেপ্টেম্বর 12 ভারতীয় সময় বিকেল 5.30 থেকে শুরু হবে। ফোনগুলির বিক্রি সেপ্টেম্বর 19 থেকে শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.