Siri assistant will be powered by Google's Gemini AI technology
Photo Credit: Unsplash/appshunter.io
Siri এবার বলবে, "হাই গুগল"! কারণ Apple এবং Google বিগত কয়েক মাস ধরে চলা জল্পনা সত্যি করে মাল্টি-ইয়ার বা বহু বছরের চুক্তির কথা ঘোষণা করেছে। আইফোন নির্মাতা সংস্থাটি তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri ও অন্যান্য ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার উন্নত করতে গুগলের Gemini প্রযুক্তির সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। নতুন চুক্তি অনুসারে, জেমিনাই এআই মডেল সিরির মস্তিষ্কের মতো কাজ করবে ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্যগুলি পরিচালনা করতে সাহায্য করবে। এক কথায়, গুগলের সহযোগিতায় সিরির আধুনিক ও বুদ্ধিমান সংস্করণ তৈরির পাশাপাশি, নিজেদের ডিভাইসে উন্নত এআই ফিচার যোগ করবে অ্যাপল।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে পিছনের সারিতে অবস্থান করছে অ্যাপল। মার্কিন টেক জায়ান্টটি দীর্ঘদিন ধরে নিজস্ব AI সিস্টেম তৈরির চেষ্টা করলেও ব্যর্থতার সম্মুখীন হয়েছে। কয়েক বছর আগে ঢাকঢোল পিঠিয়ে অ্যাপল ইন্টেলিজেন্সের ঘোষণা করলেও, বেশিরভাগ ফিচার প্রত্যাশা অনুযায়ী কাজ করে না। জনপ্রিয় AI চ্যাটবটগুলি যে হারে ক্ষমতা বৃদ্ধি করছে, সেই তুলনায় সিরির আপগ্রেড নগণ্য। এর ফলে অ্যাপল গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
ওপেনএআই, গুগল, মাইক্রোসফ্টের মতো প্রতিযোগী সংস্থাগুলি অ্যাপলের আগেই গ্রাহকদের কাছে উন্নত এআই প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে শেষমেষ গুগলের সঙ্গে জোটে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দুই সংস্থা যৌথ বিবৃতি জারি করে বলেছে, অ্যাপল বিস্তারিত মূল্যায়নের পর গুগলের এআই প্রযুক্তি বেছে নিয়েছে।
বিবৃতিতে যোগ করা হয়েছে, "Apple-এর মতে Gemini তাদের পরবর্তী প্রজন্মের AI মডেলগুলির জন্য সবচেয়ে দক্ষ ও শক্তিশালী ভিত গড়ে তুলবে। Gemini-ভিত্তিক ফাউন্ডেশন মডেলগুলি ভবিষ্যতে iPhone, Mac, এবং iPad মডেলে আসা একাধিক নতুন AI ফিচারের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।"
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার জিয়ন কাঠির স্পর্শে Siri-এর নবরূপে চলতি বছরেই আসতে চলেছে বলে ইঙ্গিত করা হয়েছে ওই বিবৃতিতে। নতুন AI যুক্ত হলে ChatGPT বা Google Assistant-এর মতোই আধুনিক ও শক্তিশালী হয়ে উঠতে পারে সিরি। এটি শুধু ইউজারদের নির্দেশ মানা ভয়েস অ্যাসিস্ট্যান্টে সীমাবদ্ধ হয়ে থাকবে না, পরিবর্তে প্রশ্ন আরও গভীরভাবে বুঝবে এবং অন্যান্য অ্যাপ থেকে তথ্য নিয়েও কাজ করতে সক্ষম হবে। আর এই সমস্ত কিছুর নেপথ্যে থাকবে জেমিনাই মডেল।
আইফোন, ম্যাকবুক, ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্যও অ্যাপল-গুগল জোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স যুক্ত হয়, তাহলে উক্ত ডিভাইসগুলি ব্যবহারের অভিজ্ঞতা অনেকটা বদলে যেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.