নতুন আপডেটে Asus ZenFone Max Pro M1 আর Asus ZenFone Max M2 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের সাথেই পৌঁছে যাবে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। কোম্পানি জানিয়েছে 15 এপ্রিল এর আগেই Asus ZenFone Max Pro M2 ফোনেও পৌঁছে যাবে Pie আপডেট।
Asus ZenFone Max Pro M1
Asus ZenFone Max Pro M1 আর Asus ZenFone Max M2 ফোনে পৌঁছে গেল Android Pie আপডেট। এই বছর ফেব্রুয়ারি মাসে এই দুটি ফোনে Android Pie পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাইওয়ানের কোম্পানিটি। সেই কথা রাখতে না পারলেও অবশেষে এই দুটি ফোনে Android Pie আপডেট পাঠিয়ে দিল Asus। ফোনের Settings > System > System Updates থেকে এই আপডেট ডাউনলোড করা যাবে।
Asus ZenFone Max Pro M1 ফোনে ফার্মওয়্যার ভার্সান v16.2017.1903.050 আর Asus ZenFone Max M2 ফোনে ফার্মওয়্যার ভার্সান v16.2018.1903.37 এর হাত ধরে Android Pie আপডেট পৌঁছাছে। একাধিক ফোরামে শেয়ার করা স্ক্রিন শটে Asus ZenFone Max Pro M1 ফোনে এই আপডেটের সাইজ 1.55GB।
![]()
Asus ZenFone Max Pro M1 Android Pie চেঞ্জলগ
ছবি: Asus India ফোরাম
নতুন আপডেটে Asus ZenFone Max Pro M1 আর Asus ZenFone Max M2 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের সাথেই পৌঁছে যাবে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। কোম্পানি জানিয়েছে 15 এপ্রিল এর আগেই Asus ZenFone Max Pro M2 ফোনেও পৌঁছে যাবে Pie আপডেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series