11 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2। ভারতে লঞ্চের ঠিক আগে ZenFone Max M2 এর সাথে রাশিয়ায় লঞ্চ হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই রাশিয়ায় কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। বিভিন্ন পোর্টালে এই দুটি স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। দুটি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে কালো নচ।
আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে
রাশিয়ায় Asus ZenFone Max Pro M2 ফোনের দাম 17,990 রুবল (প্রায় 19,000 টাকা)। ইতিমধ্যেই সেই দেশে প্রি-অর্ডার শুরু হয়েছে। 12 ডিসেম্বর থেকে রাশিয়ায় এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। শুধুমাত্র নীল রঙে এই ফোন দেখা গিয়েছে।
তবে ZenFone Max M2 কিনতে খরচ হবে 12,990 রুবল (প্রায় 13,700 টাকা)। শুধুমাত্র কালো রঙে এই ফোন বিক্রি করবে Asus।
আরও পড়ুন: স্মার্টফোনে অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi
ডুয়াল সিম Asus ZenFone Max Pro M2 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max Pro M2 ফোনে রয়েছে 13MP+12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max Pro M2 তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। ফোনের ব্যাটারি 5,000 mAh।
ডুয়াল সিম Asus ZenFone Max M2 তে রয়েছে একটি 6.3 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max M2 ফোনে রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max M2 তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। ফোনের ব্যাটারি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন