প্রতিদিনই দাম কমছে স্মার্টফোনের। একই সাথে রোজই বাজারে আসছে নতুন স্মার্টফোন। বাজেট সচেতন ভারতীয় বাজারে 7,000 টাকার নীচে স্মার্টফোনের চাহিদা তুঙ্গে। এই সেগমেন্টে আপনার স্মার্টফোন কেনাকে সহজ করে তুলতে সেরা কিছু স্মার্টফোনকে এই প্রতিবেদনে তুলে ধরা হল।
7,000 টাকার কম দাম | Gadgets 360 রেটিং |
---|---|
Xiaomi Redmi 6A | 7/ 10 |
Asus ZenFone Lite L1 | 7/ 10 |
InFocus Vision 3 | 7/ 10 |
Xiaomi Redmi 6A
Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।
কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।
Asus ZenFone Lite L1
ভারতে Asus ZenFone Lite L1 ফোনের দাম শুরু হচ্ছে 5,999টাকা থেকে। Asus ZenFone Lite L1 ফোনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও এই স্মার্টফোনে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ। তবে ZenFone Lite L1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। পরিবর্তে থাকবে ফেস আনলক। ZenFone Lite L1ফোনের ব্যাটারি 3000 mAh।
InFocus Vision 3
এই তালিকায় সবথেকে পুরনো স্মার্টফোন InFocus Vision 3। এই ফোনে রয়েছে 18:9 ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাক আপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর দারুন বিল্ড কোয়ালিটি। তবে এই ফোনের অন্যতম খারাপ দিক ফোনের ক্যামেরা। চারতে InFocus Vision 3 ফোনের দাম 6,999 টাকা।
অন্য কিছু বিকল্প
7,000 টাকার একটু বেশি টাকা খরচ করলে ভারতে কেনা যাবে Asus ZenFone Max M1 আর Realme C1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।
Asus ZenFone Max M1 এর দাম 8,999 টাকা। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। Asus ZenFone Max M1 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। ZenFone Max M1 ফোনে থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 430 চিপসেট, 3GB RAM, 32GB স্টোরেজ আর microSD কার্ড স্লট।
ZenFone Max M1 ফোনের পিছনে একটি 13MP ক্যামেরা থাকবে। সাথে থাকবে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ZenFone Max M1 ফোনে রয়েছে Wi-Fi 80211 b/g/n, Bluetooth v4.0, APGPS, GPS, GLONASS। ZenFone Max M1 ফোনে থাকবে 4000 mAh ব্যাটারি।
ভারতে Realme C1এর দাম 7,999 টাকা। Realme C1 এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। Realme C1 এর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।
ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন