শুরু হয়েছে Flipkart Big Shopping Days সেল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই সেল শুরু হয়েছে। 8 ডিসেম্বর পর্যন্ত এই সেল চলবে। এই সেলে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। আগের সেল গুলি মিস করে থাকলে স্মার্টফোন ও অন্যান্য জিনিস কম দামে কেনার আদর্শ সুযোগ আপনার সামনে।
আরও পড়ুন: স্মার্টফোনে অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi
আরও পড়ুন: সস্তা হল Oppo A5
Flipkart Big Shopping Days সেলে স্মার্টফোন, ইলেকট্রনিক অ্যাপলায়েন্স সব একাধিক প্রোডাক্টে বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। এক নজরে এই সেল থেকে বাছাই করা সেরা ডিসকাউন্টগুলি।
Asus ZenFone Max Pro M1 এর 3GB RAM ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। এই অফারে মাত্র 9,999 টাকায় এই ফোন কেনা 14,999 টাকার পরিবর্তে 13,999 টাকায় 6GB RAM ভেরিয়েন্ট কেনা যাবে।
6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর পাওয়া যাবে 19,999 টাকায়। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 এর দাম কমে হবে 21,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1 পাওয়া যাবে 25,999 টাকায়।
আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?
Google Pixel 3 64GB ফোনে 4,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Flipkart। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 14,900 টাকা ছাড় পাওয়া যাবে। HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।
দাম 66,500 টাকা (MRP 71,000 টাকা)
ভারতে Motorola One Power ফোনের দাম 15,999 টাকা। 1,000 টাকা ডিসকাউন্টে এই স্মার্টফোন বিক্রি হবে 14,999 টাকায়।
দাম 14,999 টাকা (MRP 15,999 টাকা)
Nokia 5.1 Plus এর দাম 10,999 টাকা। 1,000 টাকা দাম কমে মাত্র 9,999 টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন।
দাম 9,999 টাকা (MRP 10,999 টাকা)
Flipkart Big Shopping Days সেলে 15,999 টাকার Honor 9N পাওয়া যাবে মাত্র 10,999 টাকায়। HDFC ব্যাঙ্ক ও Mastercard গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়।
দাম 10,999 টাকা (MRP 15,999 টাকা)
2GB RAM+16GB স্টোরেজে Realme C1 কিনতে খরচ হবে 7,499 টাকা (MRP 8,990 টাকা)। HDFC ব্যাঙ্ক গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়।
দাম 7,499 টাকা (MRP 8,990 টাকা)
Honor 10 (6GB, 128GB) এর দাম 35,999 টাকা। তবে ডিসকাউন্টে 24,999 টাকায় পাওয়া যাবে এই ফ্ল্যাগশিপ।
দাম 24,999 টাকা (MRP 35,999 টাকা)
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন