গ্রেপ্তার হলেন রিঙ্গিং বেল এর কর্ণধার মোহিত গোয়েল। কয়েক বছর আগেই মাত্র 251 টাকায় স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভারতে খবরের শিরোনামে এসেছিল রিঙ্গিং বেল কোম্পানিটি। আর এবার কোম্পানি কর্ণধান মহিত গোয়েল সহ মোট 3 জনকে গ্রাপ্তার করেছে দিল্লি পুলিশ। একটি গণধর্ষণ মামলা চাপা দেওয়ার জন্য এক ব্যাবসায়ীর কাছ থেকে টাকা পাচারের অভিযোগ উঠেছে এই তিন জনের বিরুদ্ধে।
রাজস্থানের আলওয়ার জেলায় গত 6 মার্চ এক মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন পাঁচ জন ব্যাবসায়ী মিলে তাকে গনধর্ষণ করেছে। তিনি বলেন এক হোটেলে এক ইভেন্টে যোগদান করতে গেলে তাকে গনধর্ষণ করা হয়।
এই পাঁচ জন ব্যাবসায়ীকেই পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের এক উচ্চ পদস্থ অফিসদার বলেন, “একটি গ্যাং এর তিন সন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। একটি গনধর্ষণ মামলা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন এরা।”
গ্রেপ্তার হওয়া আভিযুক্তরা কী ভাবে এই ঘটনায় যুক্ত তা জানার পরেই সবার নাম প্রকাশ্যে আনা হবে। নেতাজী সুভাষ পুলিশ স্টেশানে টাকা পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে।
এই গ্যাঙ্গের সদস্যরা এই ব্যাবসায়ীর কাছে এই মামলা চাপা দেওয়ার জন্য 5কোটি টাকা দাবি করে। আজ সকালে ঐ মহিলা সেই টাকা নিতে গেলে অভিযুক্তরা হাতেনাতে পাকড়াও হয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন