Google Pixel 9a তার লঞ্চ প্রাইসের থেকে 10,000 টাকা সস্তায় কেনার সুযোগ দিচ্ছে।
Photo Credit: Google
Google Pixel 9a Available with up to Rs. 10,000 Discount
Google Pixel 9a স্মার্টফোনে চমৎকার অফারের সন্ধান পাওয়া গেল। গুগলের এই ফোন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাচ্ছে। ফলে যারা Amazon এবং Flipkart-এর ফেস্টিভ সেলে ফোন কিনতে পারেননি, তাদের সামনে দারুণ সুযোগ হাজির হয়েছে। মসৃণ পারফরম্যান্স, স্লিক ডিজাইন, অনবদ্য ক্যামেরা, এবং পিওর Android-এর অভিজ্ঞতা পেতে চাইলে, Google Pixel 9a উইশলিস্টে যোগ করে রাখতে পারেন। এখন Flipkart ফোনটিকে তার লঞ্চ প্রাইসের থেকে 10,000 টাকা সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। এই হ্যান্ডসেটে সাত বছরের জন্য Android অপারেটিং সিস্টেম আপগ্রেড পাওয়া যাবে, ফলে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত।
Google Pixel 9a চলতি বছর মার্চ মাসে 49,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এতে 8 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ ছিল। স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 44,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গেছে। অর্থাৎ ফ্ল্যাট 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI বা মাসিক কিস্তির মাধ্যমে কিনলে আরও 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। অর্থাৎ, সমস্ত অফার মিলিয়ে 10,000 টাকা সাশ্রয় করা যাবে।
এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 2,150 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Google Pixel 9 পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 39,850 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন পোর্সেলিন, আইরিস, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ।
Pixel 9a ফোনটিতে 6.3 ইঞ্চি P-OLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন ((1,080 x 2,424 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR, ও 2,700 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে Corning Gorilla Glass 3 কভার আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। হ্যান্ডসেটটি Tensor G4 প্রসেসর দ্বারা চালিত।
ফটোগ্রাফি জন্য, Pixel 9a ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ডুয়াল পিক্সেল PDAF, এবং f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি (ওয়াইড) ক্যামেরা আছে। মেইন ক্যামেরার সঙ্গে 120 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে।
হ্যান্ডসেটটির সামনে f/2.2 অ্যাপারচার ও 20 মিমি আল্ট্রাওয়াইড লেন্সযুক্ত একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। গুগলের এই ফোনে IP68 রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, 5,100mAh ব্যাটারি পাওয়া যায়। এটি 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 7.5W ওয়্যারলেস চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation