2018 সালে কোম্পানির একাধিক ডিভাইসে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট। কোম্পানির অনেক ফোনেই এখনো Android Oreo আপডেট পৌঁছায়নি। 2018 সালের শেষে যে সব ফোনে Oreo আপডেট পৌঁছাবে সেই তালিকাও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।
2018 সালে Mi 8 SE, Mi 8 স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Mi Mix 3 ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট
এই বছর কোম্পানির একাধিক ফোনে Android আপডেটের তালিকা প্রকাশ করেছে Xiaomi। সম্প্রতি GsmArena.com ওয়েবসাইটে এই তালিকা দেখা গিয়েছে। চিনা ভাষায় লেখা এই তালিকায় কোম্পানির কোন ফোন 2018 সালে নতুন Android আপডেট পৌঁছাবে তা জানানো হয়েছে।
2018 সালে কোম্পানির একাধিক ডিভাইসে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট। কোম্পানির অনেক ফোনেই এখনো Android Oreo আপডেট পৌঁছায়নি। 2018 সালের শেষে যে সব ফোনে Oreo আপডেট পৌঁছাবে সেই তালিকাও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।
Mi 8 SE, Mi 8 স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Mi Mix 3 ফোনে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট। এই ফোরামে কোম্পানি জানিয়েছে যে সব ডিভাইস সম্প্রতি বড় সফটওয়্যার আপডেট পেয়েছে সেই সব ফোনে এখনই Android Pie আপডেট পৌঁছাবে না। এছাড়াও কিছু সফটওয়্যারের সমস্যার জন্য Xiaomi Mi 5S ফোনে Android Oreo আপডেট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কবে Xiaomi Poco F1 ফোনে আসবে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট?
সম্প্রতি Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন লঞ্চ করেছিল Xiaomi। এই ভার্সানে নেভিগেশান জেসচার যোগ হয়েছে। এছাড়াও পারফর্মেন্সে উন্নতি হয়েছে। উপরের তিনটি ফোন ছাড়াও কোম্পনির Mi Mix 2S, Xiaomi Mi 8, Mi 8 Explorer edition আর Mi Max 3 ফোনে Android Pie আপডেটের কাজ করছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket