Honor 20 এর দাম 32,999 টাকা। এই ফোনে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।মঙ্গলবার দুপুর 12 টা থেকে Honor 20 সেল শুরু হবে।
Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
সম্প্রতি Honor 20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল Huawei। এই ফোনগুলি হল Honor 20, Honor 20 Pro আর Honor 20i। এর মধ্যে মঙ্গলবার বিক্রি শুরু হচ্ছে Honor 20। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Kirin 980 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ভারতে Honor 20 এর দাম 32,999 টাকা। এই ফোনে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।মঙ্গলবার দুপুর 12 টা থেকে Honor 20 সেল শুরু হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
‘লাভ ইট অর রিটার্ন ইট' চ্যালেঞ্জে বিক্রি শুরু হচ্ছে Honor 20। অর্থাৎ এই স্মার্টফোন আপনার পছন্দ না হলে ফেরৎ নিয়ে নেবে চিনের কোম্পানিটি। ফোন কেনার 90 দিনের মধ্যে এই ফোন অপছন্দ হলে ফোনের দামের 90 শতাংশ ফিরিয়ে দেবে Huawei।
Honor 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।
Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 20 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর USB Type-C পোর্ট। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Honor 20 এর ওজন 174 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications