ছন্দে ফিরছে চিন। ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। এই অবস্থায় নিয়মিত সেই দেশে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে শুরু করেছে। বুধবার লঞ্চ হল Honor 30, Honor 30 Pro ও Honor 30 Pro+। 21 চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হবে। Honor 30 Pro ও Honor 30 Pro+ এ ডুয়াল সেলফি ক্যামেরা থাকলেও Honor 30 -র সামনে থাকছে একটি মাত্র ক্যামেরা।
Honor 30-র দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 32,400 টাকা) থেকে। Honor 30 Pro-র দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 43,200 টাকা) থেকে। Honor 30 Pro+ এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 59,500 টাকা) থেকে। 21 এপ্রিল চিনে এই ফোনগুলি বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Honor 30-তে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 985 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 40 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor 30-র ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জিং।
চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল OnePlus 8 ও OnePlus 8 Pro
ডুয়াল সিম Honor 30 Pro-তে রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 990 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 40 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডুয়াল সিম Honor 30 Pro+ এও রয়েছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে 12GB RAM। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর। Honor 30 Pro+ এর ভিতরে 4,000 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে 40W ফাস্ট চার্জিং। সঙ্গে রয়েছে 27W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন