অবশেষে বাজারে এল Honor Play 4 ও Honor Play 4 Pro।
Honor Play 4 Pro
অবশেষে বাজারে এল Honor Play 4 ও Honor Play 4 Pro। এই দুই নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও 5G কানেক্টিভিটি। এছাড়াও থাকছে ফাস্ট চার্জিং। বিশেষে ভেরিয়েন্টে এই ফোনের পিছনে এআই ক্যামেরার মাধ্যমে মানুষের শরীরের তাপমাত্রা মাপা যাবে।
Honor Play 4'র দাম শুরু হচ্ছে 1,799 ইউয়ান (প্রায় 19,100 টাকা) থেকে। অন্যদিকে Honor Play 4 Pro'র দাম 2,899 ইউয়ান (প্রায় 30,800 টাকা)।
Honor Play 4 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Honor Play 4-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.81 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Dimensity 800 প্রসেসর 8GB RAM ও 128GB স্টোরেজ।
ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। 4,300 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India