সোমবার Intel XMM 8160 5G মাল্টিমোড মোডেম লঞ্চ করল Intel। কম্পিউটার ও মোবাইলে ব্যবহার হবে এই মোডেম। XMM 8160 5G মোডেমের মাধ্যমে 5G কানেক্টিভিটি করা যাবে। এই মোডেম থেকে সর্বোচ্চ 6Gbps স্পিডে ডাউনলোড করা যাবে। 2020 সালে এই মোডেম ব্যবহার করে প্রথম ডিভাইস বাজারে আসবে। এই মোডেম ব্যবহার করে প্রথম 5G স্মার্টফোন বাজারে আনবে Apple।
নতুন Intel XMM 8160 5G মোডেম ব্যবহার করে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি কম জায়গাতে হালকা ও শক্তিশালী স্মার্টফোন বানাতে পারবে। LTE ও 5G মোডে কাজ করবে এই মোডেম। ফলে যে সব জায়গাতে 5G নেটওয়ার্ক থাকবে না সেখানে 4G নেটওয়ার্ক ব্যবহার করা যাবে।
নতুন Intel XMM 8160 5G মোডেমে মিলিমিটারওয়েভ সাপোর্ট থাকবে। সাব 6GHz তরঙ্গদৈর্ঘ্যে XMM 8160 5G মোডেমে 6Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে।
সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল Intel মোডেম ব্যবহার করে 2020 সালে প্রথম 5G iPhone লঞ্চ করবে Apple। 10Nm প্রসেসে ডিজাইন হয়েছে নতুন Intel 5G মোডেম।
আগামী বছর Snapdragon চিপসেট ব্যবহার করে OnePlus, Xiaomi র মতো একাধিক Android স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা বাজারে 5G স্মার্টফোন নিয়ে আসবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন