iOS 13 এ থাকছে গোটা সিস্টেম জুড়ে ডার্ক মোড। সব সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড কাজ করবে। এছাড়াও ছবি খূঁজে বার করতে নতুন ফিচার যোগ হয়েছে।
Photo Credit: Justin Sullivan/Getty Images/AFP
iOS 13 এ সব সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড যোগ হয়েছে
সামনে এল iOS এর নতুন ভার্সান। Apple এর iPhone ও iPod এ এই অপারেটিং সিস্টেম চলবে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে ডেভেলপারদের সাথে বৈঠক WWDC 2019 ইভেন্টে Apple এর নতুন মোবাইল অপারেটিং সিস্টেম iOS 13 সামনে এসেছে। বহু প্রতিক্ষীত ডার্ক মোড সহ iOS 13 এ যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। ইতিমধ্যেই ডেভেলপারদের জন্য নতুন এই মোবাইল অপারেটিং সিস্টেম সামনে এনেছে Apple। এই বছর সেপ্টেম্বর মাসে বেশিরভার iPhone ও iPod এ পৌঁছে যাবে iOS 13।
iOS 13 এ থাকছে গোটা সিস্টেম জুড়ে ডার্ক মোড। সব সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড কাজ করবে। এছাড়াও ছবি খূঁজে বার করতে নতুন ফিচার যোগ হয়েছে। ছবি এডিটিং এও যোগ হয়েছে নতুন ফিচার। নতুন অপারেটিং সিস্টেমের ভিডিও রোটেট করা যাবে।
এক বিবৃতিতে Apple জানিয়েছে “আরও সহজে ছবি এডিট করা যাবে। নতুন টুল এর সাহায্যে সহজেই iOS 13 এর মাধ্যমে ছবি এডিট করতে পারবেন গ্রাহকরা।”
ব্যাক্তিগত সুরক্ষাতেও iOS 13 এ উন্নতি হয়েছে। সব অ্যাপ ও ওয়েবসাইটে সহজে সুরক্ষিত সাইন ইন করার জন্য Apple ID অথেন্টিকেশন নামে নতুন একটি ফিচার সামনে এসেছে। এই ফিচার ব্যবহার করে সুরক্ষিত ভাবে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করা যাবে। কোম্পানি জানিয়েছে কোন ভাবেই গ্রাহক কী করছেন সেই তথ্য সংগ্রহ করবে না Apple।
![]()
নতুন Apple Maps
ছবি: জাস্টিন সালিভান/Getty Images/AFP
নতুন iOS ভার্সানে Apple Maps ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন রাস্তা সম্পর্কে এই ম্যাপে আগের থেকে অনেক বেশি তথ্য জানা যাবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত শহরে নতুন Apple Maps কাজ করবে।
এছাড়াও মেসেজিং অ্যাপ, সিরি শর্টকাট, সহগ একাধিক নতুন ফিচার থাকছে এই অপারেটিং সিস্টেমে। Android ফোনে সোয়াইপ টাইপিং এর মতোই iPhone এও আসছে কুইক পাথ টাইপিং। iPhone 6s বা তার পরের সব ডিভাইসে iOS 13 ইনস্টল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ubisoft Announces Layoffs at The Division and Avatar: Frontiers of Pandora Studio, Massive Entertainment
Xiaomi 17 Max Tipped to Launch With Snapdragon 8 Elite Gen 5, Larger Battery Than Xiaomi 17 Ultra