মঙ্গলবার iPhone 11 Pro আর iPhone 11 Pro Max লঞ্চ করল Apple। এই দুই ফোনে রয়েছে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে আর তিনটি রিয়ার কামেরা। একই সাথে লঞ্চ হয়েছে iPhone 11, iPad (10.2 ইঞ্চি), Apple Watch Series 5।
চারটি রঙে পাওয়া যাবে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max। এই দুই ফোনে রয়েছে 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। গত বছর লঞ্চ হওয়া iPhone XS আর iPhone XS Max এর উত্তরসূরী iPhone 11 Pro আর iPhone 11 Max Pro ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই প্রথম প্রো সিরিজের iPhone লঞ্চ করল Apple। একই সাথে লঞ্চ হয়েছে iPhone 11, iPad (10.2 ইঞ্চি), Apple Watch Series 5। একাধিক হার্ডওয়্যার প্রোডাক্টের সাথেই Apple TV+ আর Apple Arcade সাবস্ক্রিপশন সার্ভিস লঞ্চ করেছে কুপার্টিনোর কোম্পানিটি।
ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11
iPhone 11 Pro এর দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার (প্রায় 999 মার্কিন ডলার) থেকে। iPhone 11 Pro বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। এছাড়াও 256GB স্টোরেজ আর 512GB স্টোরেজে iPhone 11 Pro কিনতে 1,149 মার্কিন ডলার (প্রায় 82,300 টাকা) আর 1,349 মার্কিন ডলার (প্রায় 96,600 টাকা) খরচ হবে।
'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5
iPhone 11 Pro Max এর দাম শুরু হচ্ছে 1,09,900 টাকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোনের দাম শুরু হচ্ছে 1,099 মার্কিন ডলার (প্রায় 78,800 টাকা) থেকে। iPhone 11 Pro বেস ভেরিয়েন্টে থাকছে 64GB স্টোরেজ। 256GB আর 512GB স্টোরেজে iPhone 11 Pro এর দাম যথাক্রমে 1,249 মার্কিন ডলার (প্রায় 89,500 টাকা) আর 1,449 মার্কিন ডলার (প্রায় 1,103,800 টাকা)।
রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল নতুন iPad (10.2 ইঞ্চি), দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
Apple জানিয়েছে iPhone 11 Pro আর iPhone 11 Pro Max কোম্পানির সবথেকে ‘শক্তিশালী' আর ‘উন্নত' স্মার্টফোন। এই দুই ফোনে iOS 13 অপারেটিং সিস্টেম চলবে। iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে রয়েছে একটি 5.8 ইঞ্চি আর 6.5 ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 Bionic চিপ। IP68 সার্টিফায়েড এই দুই ফোনে জল ও ধুলতে কোন ক্ষতি হবে না।
কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple
iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনের পিছনে থাকছে তিনটি করে ক্যামেরা। এই দুই ফোনের পিছনে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।
স্ট্রিমিং সার্ভিসের দুনিয়ায় ঝড়, মাসে 99 টাকায় লঞ্চ হল Apple TV+
মাত্র 99 টাকায় কয়েকশো গেমের ডালি নিয়ে হাজির Apple Arcade
iPhone 11 Pro ফোনে iPhone XS এর থেকে 4 ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে। iPhone 11 Pro Max ফোনে iPhone XS Max এর থেকে 5 ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Arctic Report Card Flags Fast Warming, Record Heat and New Risks
Battery Breakthrough Uses New Carbon Material to Boost Stability and Charging Speeds
Ek Deewane Ki Deewaniyat Is Streaming Now: Know Where to Watch the Romance Drama Online
Realme Neo 8 Said to Feature Snapdragon 8 Gen 5 Chipset, Could Launch Next Month