iPhone 17 সিরিজ সেপ্টেম্বর 9 লঞ্চ হয়েছে
Photo Credit: Apple
Apple iPhone 17 সিরিজের বিক্রি শুক্রবার থেকে শুরু হয়ে গেল। আজ আনুষ্ঠানিক ভাবে ফোনগুলির ভারতের বাজারে উপলব্ধ হয়েছে। নতুন প্রজন্মের আইফোন হাতে পাওয়ার জন্য যেন তর সইছে না ক্রেতাদের। ভোররাত থেকে অ্যাপলের নিজস্ব বিপণির সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন শুরু হয়েছে। উন্মাদনা এতটাই তুঙ্গে যে স্টোরের সামনে ভিড় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে আসতে হচ্ছে আইনরক্ষকদের। এই বছরেও অ্যাপলের চারটি মডেল এসেছে — iPhone 17, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max, ও iPhone Air। প্লাস মডেলটির বদলে সম্পূর্ণ নতুন ডিজাইনের আইফোন এয়ার এসেছে। এটি 5.6 মিমি স্লিম, যা একে সবচেয়ে পাতলা আইফোন পরিণত করেছে। চলুন, ফোনগুলির দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতে স্ট্যান্ডার্ড iPhone 17 মডেলটির বেস 256 জিবি স্টোরেজের দাম 82,900 টাকা রাখা হয়েছে। এবার বেস মডেলের স্টোরেজ বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 1,02,900 টাকা। এটি ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। আলট্রা স্লিম ডিজাইনের iPhone Air দেশের বাজারে 82,900 টাকায় (256 জিবি) লঞ্চ হয়েছে। 512 জিবি স্টোরেজ ও 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা।
আইফোন এয়ার স্কাই ব্লু, লাইট গোল্ড, ক্লাউড হোয়াইট, ও স্পেস ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। অ্যাপল অনেক বছর পর তাদের প্রো মডেলের ডিজাইন পরিবর্তন করেছে। iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max কোম্পানির প্রথম মডেল যার পিছনের তিনটি ক্যামেরাই 48 মেগাপিক্সেলের। দুই ফোনেই নয়া ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। iPhone 17 Pro-এর দাম ভারতে 1,34,990 টাকা (256 জিবি) থেকে শুরু। আর 512 জিবি স্টোরেজ এবং 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 1,54,900 টাকা ও 1,74,900 টাকা।
iPhone 17 Pro Max চারটি মেমরি ভেরিয়েন্টে এসেছে। 256 জিবি স্টোরেজ এবং 512 টিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 1,49,900 টাকা ও 1,69,900 টাকা। অন্য দিকে, 1 টিবি ও 2 টিবি স্টোরেজ কিনতে যথাক্রমে 1,89,900 টাকা ও 2,29,900 টাকা খরচ হবে। প্রো ও প্রো ম্যাক্স উভয়ই কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু, ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
ভারতের একাধিক রিটেলার iPhone 17 সিরিজে সেল অফারের ঘোষণা করেছে। যার মধ্যে Reliance Digital ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট EMI অপশনের সুবিধা এনেছে। iPhone 17 কিনলে 6,000 টাকার ডিসকাউন্ট মিলবে। iPhone Air ও iPhone 17 Pro মডেলগুলির ক্ষেত্রে 4,000 টাকার ছাড় থাকছে। অন্য দিকে, ক্রোমাও iPhone 17-এ 6,000 টাকা ছাড় দিচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.