এবার ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে iPhone এ। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানানো হয়েহে। আর সেই কথা সত্যি হলে 2019 সালের iPhone এর রিয়ার ক্যামেরায় দেখা যাবে তিনটি ক্যামেরা। iPhone X এর হাত ধরে iPhone এ ফেস আনলক ফিচার এসেছিল। আর পরের iPhone ভার্সানে অ্যাপেল ফ্যানরা ফোনের হার্ডওয়ারে বড়সড় পরিবর্তন আশা করছেন। আর তখনই সামনে এলো 2019 সালের iPhone এ ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যাবহারের এই খরর। নতুন এক রিপোর্টে জানা গিয়েছে এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ এ ঠাকোবে এনহ্যান্সড যুম আর থ্রি ডি ডেপ্ত সেন্সিং।
তাইওয়ানের সংবাদ সংস্থা ডেইলি নিউজ জানিয়েছে 2019 সালে অন্তত একটি ট্রিপ রিয়ার ক্যামেরা iPhone লঞ্চ করবে অ্যাপেল। এই মাসের গোড়ায় অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল এই বছরের শেষেই অন্তত একটি ট্রিপ্ল রিয়ার ক্যামেরা সেট আপ সহ iPhone লঞ্চের খবর। এবার এই দুই রিপোর্টে মিল পাওয়া যাচ্ছে অনেকটাই। এই বছর Hoawei লঞ্চ করেছে তাদের প্রথম ট্রিপল ক্যামেরা স্মার্টফোন। আর নতুন এই রিপোর্ট যদি সত্যি হয় তবে নতুন iPhone এ দেখা যাবে Huawei P20 Pro এর মতো রিয়ার ট্রিপল ক্যামেরা সেট আপ। Huawei P20 Pro তে আছে একটি 40 MPপ্রাইমারি সেন্সার, সাথে আছে একটি 20 MP মনোক্রোম সেন্সার আর একটি 3x 8 MP টেলিফটো লেন্স। তৃতীয় লেন্সটির সাহায্যে 3x অপ্টিকাল জুম পাওয়া যায় Huawei এর এই ফ্যগশিপে।
রিপোর্টে আরও বলা যয়েছে এই ট্রিপল ক্যামেরা সেট আপ এর মাধ্যমে কোম্পানি নতুন iPhone এ অ্যাডভান্স থ্রি ডি সেন্সিং স্টিরিও ফিচার আনবে অ্যাপেল। এর মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা যাবে। এছাড়াও এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে iPhone থেকে কোন বস্তুর দূরত্ব মাপা যাবে। এছাড়াও আগমেন্টেড রিয়ালিটিতেও ব্যাবহার হবে নতুন iPhone এর ট্রিপল রইয়ার ক্যামেরা সেট আপ।
এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় এই লেন্সে থাকবে অতিরিক্ত জুমের সুবিধা। এখন iPhone X ও iPhone 8 এ রয়েছে 2X অপ্টিকাল জুম। নতুন iPhone এর এই লেন্সে হয়তো পাওয়া যাবে 3X অপ্টিকাল জুমের সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন