iPhone Air-এর 256 জিবি ভার্সনে সমস্ত অফার মিলিয়ে 11,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে।
Photo Credit: Apple
iPhone Air boasts a thickness of 5.6mm
এই বছর iPhone 17 সিরিজের অন্যতম চমক ছিল iPhone Air। এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন। মাত্র 5.6 মিমি স্লিম বডি একে বিশ্বের পাতলা স্মার্টফোনগুলোর মধ্যে একটির তকমা এনে দিয়েছে। মেদহীন চেহারা এবং প্রিমিয়াম ফিচার্স স্লিম আইফোন কেনার যদি মূল কারণ হয়, তাহলে দাম এমন একটি জায়গা যেখানে ক্রেতারা এসে হোঁচট খাচ্ছে। তবে বর্ষশেষে iPhone Air পাওয়া যাচ্ছে 11,000 টাকার বিশাল ডিসকাউন্টে। আবার এক্সচেঞ্জ অফারেও বড় চমক আছে। এই ছাড় সীমিত সময়ের জন্য বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, ডিল যে কেনও সময় শেষ হতে পারে।
iPhone Air ভারতে সেপ্টেম্বর মাসে 1,19,900 টাকায় লঞ্চ হয়েছিল। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 1,12,900 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 3,387 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
এছাড়াও, আইসিআইসিআই এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI প্ল্যানে 4,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এর ফলে মোট 11,000 টাকা সাশ্রয় করার সুযোগ মিলছে। এই দুই ব্যাঙ্কের কার্ডে সম্পূর্ণ পেমেন্টের উপরেও 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। উল্লেখ্য, iPhone Air-এর 512 জিবি ও 1 টিবি ভার্সন অ্যামাজনে যথাক্রমে 1,31,900 টাকা এবং 1,50,900 টাকায় বিক্রি হচ্ছে। লঞ্চ হওয়ার সময় এদের দাম ছিল যথাক্রমে 1,39,900 টাকা এবং 1,59,900 টাকা।
iPhone Air স্কাই ব্লু, লাইট গোল্ড, ক্লাউড হোয়াইট, ও স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 49,200 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে।
স্পেসিফিকেশনের কথা বললে, আইফোন এয়ার 6.5 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 2,736 x 1,260 পিক্সেল রেজোলিউশন, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং অফার করে। এতে IP68 রেটিং থাকায় ভিতরে জল বা ধুলো ঢুকতে পারবে না। ফোনটি A19 Pro চিপসেট দ্বারা চালিত৷
iPhone Air একটাই রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। 48 মেগাপিক্সেলের ফিউশন সেন্সরে f/1.6 অ্যাপারচার ও সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি রয়েছে৷ সামনে 18 মেগাপিক্সেলের নতুন সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন