Lava Shark 2 4G চলবে Android 15 অপারেটিং সিস্টেমে।
Photo Credit: Lava
Lava Shark 4G মার্চ মাসে Unisoc T606 চিপসেট দিয়ে লঞ্চ হয়েছিল
Lava Shark 2 4G ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে। সম্প্রতি বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন বাজারে এনেছে লাভা। এবার সস্তায় নতুন 4G মোবাইল লঞ্চের তোড়জোড় শুরু করেছে ভারতীয় সংস্থাটি। লাভা এখনও স্মার্টফোনটির সম্পর্কে মন্তব্য না করলেও, Lava Shark 2 4G-তে যুক্ত মডেল নম্বরের সঙ্গে একটি হ্যান্ডসেট বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছে। সেখান থেকে প্রসেসর, র্যাম, ও অপারেটিং সিস্টেম বিষয়ক তথ্য সামনে এসেছে। উল্লেখ্য, ফার্স্ট জেনারেশন Lava Shark গত মার্চ মাসে Unisoc T606 চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল। তারপরে মে মাসে ভিন্ন প্রসেসর দিয়ে ডিভাইসটির একটি 5G ভেরিয়েন্ট লঞ্চ করেছিল কোম্পানি।
Passionategeekz এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Lava Shark 2 4G শীঘ্রই ভারতে রিলিজ হতে পারে। IMEI ডাটাবেস আপকামিং ফোনটির মডেল নম্বর (LZX420) নিশ্চিত করেছে। Shark 2 4G বা LZX420 গিকবেঞ্চ প্ল্যাটফর্মেও হাজির হয়েছে। সেখানে ফোনটি ums9230_6h10 কোডনামযুক্ত একটি অক্টা-কোর চিপসেটের সাথে লিস্টেড আছে। এটি Unisoc T606 প্রসেসরের সাথে যুক্ত বলে জানা গিয়েছে, যা প্রথম প্রজন্মের লাভা শার্ক মডেলেও ব্যবহার হয়েছে।
Geekbench লিস্টিং অনুসারে, LZX420 মডেল নম্বরের Lava Shark 2 4G সিঙ্গেল কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে 428 এবং 1,444 পয়েন্ট পেয়েছে। স্মার্টফোনটি কমপক্ষে 4 জিবি র্যাম সহ আসতে পারে। লঞ্চের সময় আরও ভেরিয়েন্টের ঘোষণা হতে পারে বলে আশা করা যার। এটি সফটওয়্যারের দিক থেকে Android 15 OS-এ চলবে। এতে লাভার বাকি ফোনগুলির মতো অ্যান্ড্রয়েডের ব্লোটওয়্যার-ফ্রি ভার্সন থাকতে পারে। যা স্টক অ্যান্ড্রয়েড নামে পরিচিত।
উল্লেখ্য,Lava Shark 4G ভারতে 6,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এটি 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজের একটাই ভেরিয়েন্টে উপলব্ধ। ফোনটিতে 6.7 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের AI-সমর্থিত প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, 18W চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, Android 14 অপারেটিং সিস্টেম রয়েছে।
এদিকে, গত সপ্তাহে 10,000 টাকার মধ্যে লাভার প্রথম Snapdragon প্রসেসর চালিত স্মার্টফোন Lava Blaze Dragon 5G ভারতে লঞ্চ হয়েছে। ফোনটির সামনে 6.74 ইঞ্চি 120 হার্টজ ডিসপ্লে রয়েছে। এটি Snapdragon 4 Gen 2 চিপসেটের সঙ্গে এসেছে। 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ উপলব্ধ। পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি বর্তমান। কোম্পানি 2 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme 16 Pro+ 5G Chipset, Display and Other Features Confirmed Ahead of January 6 India Launch
OnePlus Turbo 6, Turbo 6V Price Range Leaked; RAM and Storage Configurations Officially Revealed