লঞ্চ হল Lava Z41। মঙ্গলবার ভারতে বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ করেছে Lava। দুটি রঙে দেশের বিভিন্ন রিটেল স্টোরে এই ফোন পাওয়া যাবে। Lava Z41 ফোনে রয়েছে 2,500 mAh ব্যাটারি, 5 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে 128GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। থাকছে ডুয়াল VoLTE সাপোর্ট। সম্প্রতি ভারতে 7,999 টাকায় লঞ্চ হয়েছিল Lava Z93। এবার বাজেট সেগমেন্টে কোম্পানির জমি শক্ত করতে এল Lava Z41।
এবার আসছে Redmi Note 8T, নতুন কী থাকছে?
Lava Z41 এর দাম 3,899 টাকা। মিডনাইট ব্লু আর আম্বের রেড কালারে এই ফোন পাওয়া যাবে। গোটা দেশে 60,000 এর বেশি রিটেল স্টোর থেকে কেনা যাবে Lava Z41। লঞ্চ অফারে Jio গ্রাহকদের জন্য থাকছে 1,200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর 50GB অতিরিক্ত ডেটা। 50 টাকা দামের 24 টি ভাউচার পাওয়া যাবে। ভবিষ্যতে MyJio অ্যাপ থেকে রিচার্জ করার সময় এই ভাউচার ব্যবহার করা যাবে।
সস্তা হল Oppo A5 2020, নতুন দাম দেখে নিন
Lava Z41 ফোনে Android Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। ডুয়াল সিম Z41 ফোনে থাকছে একটি 5 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে কোয়াড কোর Spreadtrum SC9832E চিপসেট। সাথে থাকছে 1GB RAM আর 16GB স্টোরেজ। এই ফোনে 128GB পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে।
Lava Z41 ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা অ্যাপের মধ্যে বিভিন্ন শুটিং মোড ব্যবহার হয়েছে।
Lava Z41 ফোনে একটি 2,500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। কোম্পানির দাবি এই ফোনে এক চার্জে 21 ঘণ্টা টকটাইম, 6 ঘণ্টা ব্রাউজিং, 37 ঘণ্টা মিউজিক প্লে ব্যাক আর 6 ঘণ্টা ভিডিও প্লে ব্যাক করা যাবে। সাথে থাকছে 490 ঘণ্টা স্ট্যান্ড বাই ব্যাক আপ। Lava Z41 এর ওজন 490 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন