সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A5 2020। একই সাথে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A9 2020। লঞ্চের এক মাসের মধ্যেই Oppo A5 2020 ফোনের দাম 500 টাকা কমলো। আপাতত শুধুমাত্র 3GB RAM মডেলের দাম কমেছে। 11,990 টাকায় এই ফোন কেনা যাবে। লঞ্চের সময় 3GB RAM ভেরিয়েন্টে Oppo A5 2020 ফোনের দাম ছিল 12,490 টাকা।
আবার কবে পাওয়া যাবে Redmi Note 8 Pro আর Redmi Note 8? জানিয়ে দিল Xiaomi
Oppo A5 2020 ফোনের দাম শুরু হচ্ছে 11,990 টাকা থেকে। 500 টাকা সস্তা হয়েছে এই ফোনের বেস ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM। 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেনি। এই ফোন কিনতে কিনতে 13,990 টাকা খরচ হবে।
লঞ্চের এক মাসের মধ্যে 2,000 টাকা সস্তা হল Vivo V17 Pro
Oppo A5 2020 ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0.1 স্কিন চলবে। ফোনের উপরে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকছে। ফোনের ভিততে থাকছে Snapdragon 665 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। Oppo A5 2020 ফোনে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
Oppo A5 2020 ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন