সামনে এসেছে Lenovo A7। এই ফোনে রয়েছে 6.09 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর।
Photo Credit: Twitter / @UNISOCTech
Lenovo A7 -এ অক্টাকোর প্রসেসর থাকবে
A-সিরিজে আরও একটি ফোন নিয়ে এল Lenovo। সম্প্রতি সামনে এসেছে Lenovo A7। এই ফোনে রয়েছে 6.09 ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর। ফোনের বিভিন্ন ফিচার প্রকাশ করলেও এই ফোনের লঞ্চের তারিখ ও দাম প্রকাশ করেনি Lenovo।
Lenovo A7-এ থাকবে 6.09 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার-ড্রপ স্টাইল নচ। সেখানে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। গত বছর Lenovo A6 Note-এও একই ডিজাইন ব্যবহার হয়েছিল। Lenovo A7-এ থাকছে 4,000 mAh ব্যাটারি।
Lenovo A7-এর পিছনে দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে থাকছে পলিকার্বোনেট বডি। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2
Lenovo A7-এ থাকবে Unisoc SC9863A চিপসেট। সঙ্গে থাকতে পারে 2GB RAM।
কবে এই ফোন বাজারে আসবে জানায়নি Lenovo। জানা যায়নি নতুন ফোনের দাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে এই ফোন বিক্রি শুরু হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC