Photo Credit: Weibo
Mi 10 -এ থাকছে কার্ভড ডিসপ্লে ও চারটি ক্যামেরা
কয়েক দিন পরেই লঞ্চ হবে Mi 10। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একের পর এক তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। সম্প্রতি Mi 10 ও Mi 10 Pro -এর ছবি সামনে এসেছে। এছাড়াও সূত্র মারফৎ Mi 10 এর সম্ভাব্য দাম জানা গিয়েছে। Snapdragon 865 চিপসেট ও কার্ভড ডিসপ্লে সহ 13 ফেব্রুয়ারি লঞ্চ হবে Mi 10 সিরিজ।
চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Mi 10 -এর ছবি প্রকাশিত হয়েছে। এই ফোনে কার্ভড ডিসপ্লের সঙ্গেই হোল-পাঞ্চ ডিসপ্লে দেখা গিয়েছে। ফোনের পিছনে রয়েছে ভারটি ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। Mi 10 -এ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
সোশ্যাল মিডিয়ায় Qualcomm প্রধান ক্রিস্টিয়ানো আমন জানিয়েছেন Mi 10 সিরিজে Snapdragon 865 চিপসেট থাকবে। 2019 সালে এই ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে এসেছিল Qualcomm। এই প্রথম Snapdragon 865 চিপসেটের কোন স্মার্টফোন বাজারে আসতে চলেছে।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
Mi 10 ও Mi 10 Pro তে কার্ভড ডিসপ্লে থাকছে
ছবি: Weibo
গত বছর Xiaomi জানিয়েছিল 2020 সালে লঞ্চ হবে Mi 10 সিরিজ। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট। সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন LPDDR5 RAM সহ লঞ্চ হবে Mi 10। এই প্রথম LPDDR5 RAM সহ কোন স্মার্টফোন লঞ্চ হবে। এর ফলে ডেটা ব্যবহারের গতি 50 শতাংশ বাড়বে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 Pro-এ একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেটের সঙ্গেই থাকতে পারে 16GB RAM ও 66W ফাস্ট চার্জ সাপোর্ট। 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই এই ফোনে থাকতে পারে একটি 16 মেগাপিক্সেল, একটি 12 মেগাপিক্সেল সেন্সর ও একটি 5 মেগাপিক্সেল সেন্সর। Mi 10 Pro-তে একটি 5,250 mAh ব্যবহার করতে পারে Xiaomi। Mi 10 সিরিজের দুটি ফোনের ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইন থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন