Photo Credit: Motorola
Moto G96 5G অ্যাশলে ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটলিয়া অর্কিড এবং গ্রিনার প্যাসচার রঙে উপলব্ধ।
Moto G96 আজ ভারতে লঞ্চ হল। মটোরোলার এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনে সাধ্যের মধ্যে দুর্দান্ত সব ফিচার্স রয়েছে। IP68 প্রোটেকশন থাকার ফলে বৃষ্টির জলে ফোন ভিজলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এতে 144 হার্টজের হাই রিফ্রেশ রেটের সাথে pOLED কার্ভড ডিসপ্লে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস 5 স্ক্রিনকে সুরক্ষিত রাখবে। হ্যান্ডসেটটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং কোম্পানি তিন বছর সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। Moto G96 মডেলে 5,500mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
Moto G96 ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে সেগমেন্টের সবচেয়ে উন্নত Sony LYT-700C সেন্সর রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.88 অ্যাপারচার অফার করে। সেকেন্ডারি সেন্সরটি হল 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ 118 ডিগ্রি ও অ্যাপারচার f/2.2। ব্যাক ক্যামেরায় ডুয়াল ক্যাপচার, হরাইজন লক, টাইমল্যাপস (হাইপারল্যাপস সহ), স্লো মোশনলাইভ ভিডিও ফিল্টার, 6x ডিজিটাল জুম, অডিও জুম, ইত্যাদি মোড রয়েছে। ফোনটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 4K রেকর্ডিং করতে সক্ষম।
Moto G96 এর অভ্যন্তরে Adreno 710 GPU সহ 4 ন্যানোমিটারের Snapdragon 7s Gen 2 প্রসেসর রয়েছে। এটি 8 জিবি LPDDR4X র্যাম অফার করে যা র্যাম বুস্টের সাহায্যে 24 জিবি পর্যন্ত বাড়ানো যায়। চিপটি 128 জিবি /256 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি ডলবি এটমোস ও ডুয়াল স্টিরিও স্পিকার দিয়ে সজ্জিত। এতে 5,500mAh ব্যাটারি থাকছে যা 33W চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে।
মটোরোলার নতুন ফোনের সামনে গরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.67 ইঞ্চি 3D কার্ভড pOLED ডিসপ্লে আছে। এটি 144hz রিফ্রেশ রেট, HDR10+, 300hz টাচ স্যাম্পলিং রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, FHD রেজোলিউশন (2400 x 1080 পিক্সেল), সিনেমাটিক কালার, এবং ওয়াটার টাচ 2.0 সাপোর্ট করে। স্ক্রিনটি SGS লো-ব্লু লাইট সার্টিফায়েড হওয়ার ফলে ক্ষতিকর নীল আলোর নির্গমন কম হবে।
ভারতে Moto G96 5G এর দাম 17,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। আর 8 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 19,999 টাকা। ফোনটি অ্যাশলে ব্লু, ড্রেসডেন ব্লু, গ্রিনার প্যাসচার, ও ক্যাটেলিয়া অর্কিড রঙে উপলব্ধ। প্রতিটি কালার অপশনে ভিগান লেদার ব্যাক প্যানেল থাকছে। এটি জুলাই 16 থেকে ফ্লিপকার্ট এবং মটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন