Motorola Edge 60 ভারতে MediaTek Dimensity 7400 প্রসেসর, 5,500mah ব্যাটারি, pOLED ডিসপ্লে, ও ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Motorola
Motorola Edge 60 জিব্রাল্টার সি এবং প্যানটোন শ্যামরক কালার অপশনে উপলব্ধ।
Motorola Edge 60 অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। গত এপ্রিলে Pro ভেরিয়েন্টের সাথে গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছিল এই নতুন স্মার্টফোন। এটি দেশের বাজারে একটি সলিড মিড-রেঞ্জ মোবাইল হিসাবে বিক্রি হবে। Motorola Edge 60 মডেলটির অন্যতম আকর্ষণ হল IP68+IP69 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ ফ্রেম এবং মিলিটারি-গ্রেড MIL STD-810H সার্টিফিকেশন। অর্থাৎ ড্যুরাবিলিটির দিক থেকে এই ফোনের কোনও জবাব নেই। এছাড়া, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, 1.5K pOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে, অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট কোটিং, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং 5,500mAh ব্যাটারির মতো দারুন সব আকর্ষণীয় ফিচার্স রয়েছে।
ভারতে Motorola Edge 60 এর দাম 25,999 টাকা। এটি ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়া ই-স্টোর, ও রিলায়েন্স ডিজিটাল সহ নির্বাচিত অনলাইন ও অফলাইন স্টোরে জুন 17 দুপুর 12টা থেকে কেনা যাবে। আবার লিমিটেড পিরিয়ড ডিসকাউন্ট অফার ধরে, ক্রেতারা 24,999 টাকায় Motorola Edge 60 পেতে পারেন। ফোনটি প্যানটোন জিব্রাল্টার সি এবং প্যানটোন শ্যামরক কালার অপশনে উপলব্ধ।
Motorola Edge 60 স্মার্টফোনে 6.67-ইঞ্চি 1.5K (1,220×2,712 পিক্সেল) pOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, সর্বোচ্চ 300Hz টাচ স্যাম্পলিং রেট, 4,500 nits ব্রাইটনেস, 20:09 আসপেক্ট রেশিও, 96.32 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং 100 শতাংশ DCI-P3 কালার গ্যামাট কভারেজ সমর্থন করে। স্ক্রিনটি স্মার্ট ওয়াটার টাচ 3.0 প্রযুক্তি, কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন এবং মোশন ব্লার রিডাকশন সার্টিফিকেশন অফার করে।
Motorola Edge 60 অক্টা-কোর 4nm MediaTek Dimensity 7400 চিপসেট দ্বারা পরিচালিত। এটি 12GB LPDDR4X RAM এবং 256GB UFS2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ডের ব্যাবস্থা থাকছে। আবার RAM ভার্চুয়ালি অতিরিক্ত 12GB পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে রান করে। কোম্পানি ফোনে তিন বছরের মেজর OS আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
ফটোগ্রাফির জন্য, Motorola Edge 60-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর রয়েছে। 50 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরাটি ম্যাক্রো পাওয়ার এবং f/2.0 অ্যাপারচার সহ একটি আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। সবশেষে, 3x পর্যন্ত অপটিক্যাল জুম এবং f/2.0 অ্যাপারচার সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে।
সেলফি এবং ভিডিও কলের জন্য f/2.0 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর বর্তমান। মোটোরোলার এই নতুন ফোনে 68W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট-সহ 5,500mAh ব্যাটারি রয়েছে। নিরাপত্তার জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। ডিভাইসটিতে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে যা ডলবি অ্যাটমস সমর্থন করে। এছাড়া, ফোনটি MotoAI 2.0 স্যুট দিয়ে সজ্জিত, যার মধ্যে একাধিক AI ফিচার্স উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India