সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Power। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 15,999 টাকা। তবে আগামী 6 থেকে 8 ডিসেম্বর Flipkart Big Shopping Days সেলে 1,000 টাকা ডিসকাউন্টে 14,999 টাকায় কেনা যাবে এই স্মার্টফোন। Motorola One Power ফোনের প্রধান আকর্ষন Snapdragon 636 চিপসেট, 5000 mAh ব্যাটারি আর ডিসপ্লের উপরে কালো নচ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Motorola One Power। Google এর সাথে হাত মিলিয়ে Android One প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত এই ফোনে Android আপডেট পৌঁছে যাবে।
আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে
আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?
ভারতে Motorola One Power এর দাম 15,999 টাকা। তবে 6 থেকে 8 ডিসেম্বর Flipkart Big Shopping Days সেলে 1,000 টাকা ডিসকাউন্টে 14,999 টাকায় কেনা যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র 4GB RAM ও 64GB ভেরিয়েন্টে এই ফোন কেনা যাবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড়ের সাথেই পাবেন নো কস্ট ইএমআই এর সুবিধা।
আরও পড়ুন: Mi A2 আর Redmi Y2 আর Redmi 6A ফোনে বিশাল ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi
Motorola One Power এ থাকবে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে 16MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি 12MP সেলফি শুটার।
আরও পড়ুন: স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড় নিয়ে আসছে Flipkart
কানেক্টিভিটির জন্য Motorola One Power তে থাকবে Wi-Fi 802.11 a/b/g/n/ac ডুয়াল ব্যান্ড, Bluetooth 5.0, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, USB Type-C আর 4G VoLTE। Motorola One Power এর ভিতরে একটি 5000 mAh ব্যাটারি থাকবে। ফাস্ট চার্জিং এ মাত্র 15 মিনিট চার্জন করে ৬ ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: আরও সস্তা হল Oppo A5
.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন