ভারতে লঞ্চ হল Motorola One Power। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 636 চিপসেট, 5000 mAh ব্যাটারি আর ডিসপ্লের উপরে কালো নচ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে Motorola One Power। আগামীকাল 90 বছরে পা দেবে Motorola। তার ঠিক আগের দিন ভারতে আরও একটি মিডরেঞ্জ ফোন লঞ্চ করল কোম্পানি। Google এর সাথে হাত মিলিয়ে Android One প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত এই ফোনে Android আপডেট পৌঁছে যাবে। লঞ্চের সময় Poco F1 খোঁচা মেরে Motorola জানিয়েছে এই ফোনে Netflix ও Amazon prime Video HD স্ট্রিম করা সম্ভব। প্রসঙ্গত Poco F1 ফোনে হার্ডওয়্যার সাপোর্ট না থাকার কারনে এই দুই স্ট্রিমিং সার্ভিস থেকে HD স্ট্রিম করা যায়ব না।
আরও পড়ুন: Motorola One Power ফোন লঞ্চ ইভেন্ট দেখুন এখানে
ভারতে Motorola One Power এর দাম 15,999 টাকা। শুধুমাত্র 4GB RAM ও 64GB ভেরিয়েন্টে এই ফোন কেনা যাবে। ভারতে শুধুমাত্র Flipkart এ পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে Motorola One Power রেজিস্ট্রেশান শুরু হয়েছে। আগামী 15 অক্টোবর বিক্রি শুরু হবে Motorola One Power।
Motorola One Power এ থাকবে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে 16MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি 12MP সেলফি শুটার।
কানেক্টিভিটির জন্য Motorola One Power তে থাকবে Wi-Fi 802.11 a/b/g/n/ac ডুয়াল ব্যান্ড, Bluetooth 5.0, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, USB Type-C আর 4G VoLTE। Motorola One Power এর ভিতরে একটি 5000 mAh ব্যাটারি থাকবে। ফাস্ট চার্জিং এ মাত্র 15 মিনিট চার্জন করে ৬ ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন