Motorola Razr(2019) –এ থাকছে কোন কোন সুবিধা, দাম কত, জেনে নিন আজই

ভারতে আসছে Motorola Razr (2019), তবে কবে লঞ্চ হবে, তা এখনও জানায়নি সংস্থা

Motorola Razr(2019) –এ থাকছে কোন কোন সুবিধা, দাম কত, জেনে নিন আজই

Motorola Razr (2019) ফোনটি দেখতে অনেকটা Motorola Razr-এর মতোই।

হাইলাইট
  • Motorola Razr (2019)-এর আমেরিকায় বিক্রি শুরু হবে ২০২০-এর ৯ জানুয়ারি
  • এই মুহুর্তে ভারতীয় বাজারে এর দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি
  • থাকছে octa-core Qualcomm Snapdragon 710 SoC,
বিজ্ঞাপন

এসে গেল Motorola Razr (2019)। বৃহস্পতিবার লস এঞ্জেলেসে একটি সাংবাদিক সম্মেলনে এই ফোল্ডিং স্মার্টফোনের উদ্বোধন কর লেনেভো। ফোনের নাম Motorola Razr। এই ফ্লেক্সিবেল ফোনটির অর্ধেকাংশ ভাঁজ করা যাবে। এছাড়াও ফোনটির সামনে রয়েছে একটি সেকেন্ডারি স্ক্রিন, যাকে বলা হয় Quick View external display, এর ফলে দ্রুত নোটিফিকেশন, মিউজিক, গুগুলসহ অন্যান্য সহায়তা পাওয়া যাবে এই ফোনে।

Motorola Razr (2019) price, sale date, India launch

সংস্থার তরফে জানানো হয়েছে, Motorola Razr (2019)-এর আমেরিকায় বিক্রি শুরু হবে ২০২০-এর ৯ জানুয়ারি। Verizon এর মাধ্যমে সেদেশে মিলবে এই ফোনটি, ২৬ ডিসেম্বর প্রি-অর্ডার শুরু হবে। Motorola Razr ভারতেও আসবে, এই মহুর্তে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। ভারতের ওয়েবসাইটের পেজে একটি রেজিস্ট্রেশন পেজ তৈরি করেছে সংস্থাটি, এর মাধ্যমে ফোনটির আডপেট জানতে পারবেন আগ্রহী ক্রেতারা।

Motorola Razr-এর দাম আমেরিকায় ১,৪৯৯.৯৯ ডলার বা ১,০৭,৪০০ ডলার।  এই মুহুর্তে ভারতীয় বাজারে এর দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তুলনামূকভাবে, Samsung Galaxy ফোনের দাম এই মুহুর্তে ১,৯৮০ ডলার বা ১,৪১,৭০০ ডলার আমেরিকার বাজারে এবং ১,৬৪,৯৯৯ টাকা ভারতীয় বাজারে।

Motorola Razr (2019) features, specifications

Motorola Razr (2019) ফোনটি দেখতে অনেকটা Motorola Razr-এর মতোই। এর মধ্যে রয়েছে সামনে বাঁকা অংশ, যাইহোক, সবকিছুরই সংস্কার করা হয়েছে। ফোনটিকে জল থেকে সুরক্ষারও ব্যবস্থা রয়েছে।  

নতুন  Motorola Razr-এর ডিসপ্লে থাকছে 6.2 ইঞ্চি, OLED HD+ (876x2142 pixels),সঙ্গে ২১:9 aspect ratio,যাতে ফোনটির অর্ধেকাংশ ভাঁজ করা যায়। ভাঁজ করা অবস্থায়, কুইক ভিউ ডিসপ্লের মাধ্যমে সেলফি, নোটিফিকেশন দেখা, মিউজিক , এবং আরও অনেক কিছুই অ্যাকসেস করা যাবে।

moto razr 2019 2 Motorola Razr 2019

Motorola Razr-এ থাকছে  ২১:9 aspect ratio

একটি বিবৃতিতে Motorola-এর তরফে বলা হয়েছে, “razr-এ থাকবে অ্যাডভান্সড ফ্লেক্সিবেল OLED screen স্ক্রিন প্রযুক্তি, এবং গ্রাউন্ডবেকিং হিঞ্জ পদ্ধতি, যার ফলে, সঠিকভাবে দুদিকেই ফ্ল্যাশের সুবিধা মিলবে”। তারা আরও জানিয়েছে, “এই কারিগরি প্রযুক্তি, ডিসপ্লেকে সুরক্ষা দেবে এবং আরও পাতলা এবং শক্তপোক্ত নকশা তৈরি হবে”।

Motorola রয়েছে একটি সিঙ্গেল 16-megapixel f/1.7 প্রাইমারি শ্যুটার, এটি ভাঁজ করা অবস্থায় সেলফি ক্যামেরার কাজ করবে,  প্রাইমারি শ্যুটার কাজ করবে ভাঁজ না করা অবস্থায়। অল্প আলোতে যাতে ভাল ছবি তোলা যায়, তারজন্য বান্ডেল্ড নাইট ভিশন মোডও রয়েছে। অল্প আলোতেও যাতে ভাল ছবি ওঠে, তারজন্য সবরকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Motorola Razr-এর ভিতরে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা, আসল ডিসপ্লে নচে দেখা যাবে সেটি। যখন আপনি ফোনটি ভাঁজ করতে চাননা, সেই সময় সেলফি তোলা যাবে এই ফোনে, অথবা সেলফি তোলার সময় স্ক্রিনটিতে আরও জায়গা পেতেও এটি কাজে আসবে।

সফটওয়ারের দিক থেকে, Motorola Razr-এ রয়েছে Android 9 Pie এবং যখন আপনি ফোনটি খুলবেন, সেই সময় সেকেন্ডারি স্ক্রিনে যা দেখবেন, সেটি মেইন ডিসপ্লেতেও দেখা যাবে।

এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং USB Type-C port। অন্যান্য স্পেশিফিকেনশনের সঙ্গে সঙ্গেই আপনি পাবেন octa-core Qualcomm Snapdragon 710 SoC, সঙ্গে থাকছে 6GB RAM এবং  2510mAh ব্যাটারি, যাতে রয়েছে 5W দ্রুত চার্জের ক্ষমতা, ছোটো এই ব্যাটারির এটাই দেখার যে, একবার চার্জ দিলে, সেটি একদিন যায় কিনা।

এটার খুব অল্প সম্ভাবনা, কারণ, এই ফোনের ব্যবহারকারীরা বেশীরভাগই সেকেন্ডারি ছোটো ডিসপ্লে ব্যবহার করবেন একাধিক কাজ করার জন্য, শুধুমাত্র যখন বড় স্ক্রিনের প্রয়োজন তখনই তাঁরা মেইন ডিসপ্লে ব্যবহার করবেন।

কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনের কোনও সিমকার্ডের জায়গা নেই, তবে এটি Esim সাপোর্ট করবে। অতিরিক্তভাবে, এতে থাকছে NFC সাপোর্ট, ব্লুটুথ 5.0, Wi-Fi 802.11ac, 4G LTE, এবং GPS.   Motorola Razr  ফোনটি ভাঁজ না করা অবস্থায় হবে 72x172x6.9mm, এবং ভাঁজ করা অবস্থায় 72x94x14mm. Motorola Razr 2019 ফোনটির ওজন হবে 205 grams

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme C71 মাত্র 7,699 টাকায় 6,300mAh ব্যাটারির সাথে বাজারে এল, ফিচার্স খুব সুন্দর
  2. Samsung-এর নতুন চমক Galaxy F36 লঞ্চ হচ্ছে 19 জুলাই, থাকবে অসাধারণ AI ফিচার্স
  3. কম্পিউটারের দুনিয়ায় বিপ্লব ঘটালেন আম্বানি, মাত্র 5,499 টাকায় হাজির AI প্রযুক্তির JioPC
  4. ফোল্ডেবল ফোনের সংজ্ঞা বদলে দিতে হাজির Vivo X Fold 5, দুর্ধর্ষ ক্যামেরায় বাজারে ঝড়!
  5. Amazon Prime Day Sale-এ শেষ সুযোগ, Windows ল্যাপটপের দামে বিক্রি হচ্ছে Apple Macbook
  6. আজ Amazon Prime Day Sale 2025-এর শেষ দিন, দুর্দান্ত ছাড়ে কিনুন iPhone 16e
  7. 4K Vlog বানানোর ফোন iQOO Z10R শীঘ্রই দেশে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  8. Vivo X200 FE ভারতে 6,500mAh ব্যাটারি, দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল
  9. স্মার্টফোনের ক্যামেরায় যুগান্তর! Samsung Galaxy S26 Ultra-তে Sony-র প্রথম 200MP সেন্সর
  10. Amazon Prime Day Sale 2025: প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে বিক্রি হচ্ছে Vivo ও iQOO, নতুন ফোন নেবেন নাকি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »